Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যেসব শহরে থাকলে সরকার আর্থিক সুবিধা দেয়

প্রকাশিত: ২৭ জুন ২০১৮, ০৪:৩২

লাইভ ডেস্ক: এক ব্যতিক্রমি উদ্যোগ। এক ব্যতিক্রমি সুবিধা। এমনটি কেবল উন্নত কয়েকটি দেশই দিয়ে থাকে। এক জায়গায় বাস করার জন্য কেউ আর্থিকসহ নানা সুবিধা দেয়, এমনটা আজকাল যেন ভাবাই যায় না! কিন্তু কথা হলো এমনটি এখনও হয়। ঘটনা অবাক করার মত হলেও সত্যি।

থাকার জন্যে কেউ দেয় জমি কেউবা করে দেয় পড়াশুনা ফ্রি।
বিশ্বের এমন কয়েকটি শহরের নাম নিচে দেওয়া হলো যেখানে বাস করার জন্য নানা সুবিধা দেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে।

 

ডেট্রয়েট ,মিশিগান



ডেট্রয়েট, মিশিগান: 
একটা সময় কেউ নাম জানতো না। বর্তমানে মোটাউন মিউজিক কোম্পানির জন্য মোটামুটি বিখ্যাত এ শহর। শহরটিতে বাস করার জন্য মিলছে নানা সুবিধা। উন্নয়নের জন্য এই শহরে নতুন মানুষের প্রয়োজন। বাড়ি তৈরি করতে চাইলে যে কেউ পাবে ২০ হাজার ডলার।

মারকুইতে, কানাস

মারকুইতে, কানাস:
এখানে বিনামূল্যে সরকার দেয় জমি। থাকে কিছু শর্ত। তবে শর্তগুলো আহামরি কিছু না। এই শহরের পশ্চিমদিকে জমি দিয়ে থাকে সরকার। নবাগতদের জন্য থাকে এ সুবিধা। শর্ত হিসেবে সরকারকে প্রমাণ দিতে হবে ওই জমিতে বানাতে হবে বাড়ি।

 

আলাস্কা

আলাস্কা:
আলাস্কার যে কোনো জায়গায় থাকলে সরকারের তরফ থেকে পাওয়া যাবে নানা সুবিধা। এখানকার বাসিন্দাদের ১৯৭৬ সাল থেকে 'পেমেন্ট ফান্ড রিজার্ভের' মাধ্যমে দেওয়া হয় টাকা। আলাস্কার তেলখনির মালিকেরা এই টাকা দিয়ে থাকেন।

 

সাসক্যাচুয়ান, কানাডা

 

সাসক্যাচুয়ান, কানাডা:
এ শহরে থাকলে সরকার নানা সুবিধা দিয়ে থাকে। শিক্ষার জন্য এ শহরে মিলে ২০ হাজার কানাডিয়ান ডলার। শর্ত একটাই- ১০ বছর পর সরকারকে টাকা ফেরত দিতে হবে। সুবিধা একটাই সরকার থেকে দেওয়া এ টাকার কোন কর দেওয়া লাগে না।

নিউ হেভেন, কানেক্টিকাট

 

নিউ হেভেন, কানেক্টিকাট: 
সরকার এখানে বাড়ি বানানোর জন্য ১০হাজার টাকা ফ্রি দিয়ে থাকে। নিজের বাড়িতে এনার্জি সেভিং আপগ্রেট করতে পারলে মিলে অর্থ।

সরকার দিয়ে থাকে ৩০ হাজার ডলার। শিক্ষার জন্য মিলে এখানে অনেক সুবিধা। এই সুবিধে নিতে পারেন বাংলাদেশী তরুণ-তরুণীরা।

 

ঢাকা, ২৬ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ