Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১লা মে ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চীনে স্কলারশিপে বিনা খরচে পড়াশোনা, পাবেন লাখ লাখ টাকা

প্রকাশিত: ৬ ডিসেম্বার ২০১৭, ০৪:৩৩

মুনিরা জান্নাত : বিনা খরচে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কে না চান। হ্যাঁ পাঠক চীনে বিনা খরচে পড়াশোনার সুযোগ দেয়া হয়েছে। University of Science and Technology of China ওই সুযোগ দিচ্ছে। শুধু বিনা খরচে পড়াশোনাই নয় থাকছে ফ্রি থাকার সুযোগ। এছাড়া মেডিকেল এলাউন্সের পাশাপাশি আপনি বছরে পাবেন প্রায় ৪ থেকে পাঁচ লাখ টাকার উপরে। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত :

যাদের জন্য স্কলারশিপ : undergraduate and graduate শিক্ষার্থীদের জন্য এ স্কলারশিপ দেয়া হবে।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা যা পাবেন :
১. Free tuition
২. প্রতি মাসে ব্যচেলর ডিগ্রি নেয়া শিক্ষার্থীদের জন্য দেয়া হবে ২৫০০ Yuan যা বাংলাদেশী ৩১ হাজার ৩২৩ টাকা। মানে বছরে প্রায় ৪ লাখ টাকার মত।
মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য দেয়া হবে ৩০০০ Yuan যা বাংলাদেশী ৩৭ হাজার ২৭২ টাকা। মানে বছরে পাবেন প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
এছাড়া ডক্টোরাল ডিগ্রির জন্য ৩৫০০ Yuan যা মাসে ৪৩ হাজার ৪৮৪ টাকা। মানে বছরে পাবেন প্রায় সোয়া ৫ লাখ টাকা।

এছাড়া থাকছে বিনামূল্যে আবাসনের ব্যবস্থা।
এছাড়া রয়েছে Comprehensive Medical Insurance.

আবেদনের শেষ সময় : ১৫ মার্চ ২০১৮

আবেদনসহ বিস্তারিত জানতে ক্লিক করুন : http://scholarship-positions.com/ustc-scholarship-program-international-students-china/2017/12/02/

আপনার জন্য রইলো শুভকামনা।

ঢাকা, ০৫ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ