Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সামনে পরীক্ষা, হল ছেড়ে বিপাকে রুয়েট শিক্ষার্থীরা

প্রকাশিত: ১২ নভেম্বার ২০১৬, ০৭:৩৪


রুয়েট লাইভ : আর কদিন বাদেই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। শান্ত ক্যাম্পাসে হঠাৎ উত্তেজনা দেখা দেয়ায় পরীক্ষা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। ল্যাপটপ চুরি নিয়ে দ্বন্দ্বের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে বাধ্য হল প্রশাসন। ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের রেশারেশি ও পক্ষে বিপক্ষে অবস্থানের কারণে মাসুল দিতে হচ্ছে শিক্ষার্থীদের।

জানা গেছে, হঠাৎ করে ক্যাম্পাস বন্ধ ও আবাসিক হল ছাড়ার নির্দেশে চরম ভোগান্তিতে পড়েছেন ছয়টি আবাসিক হলের শিক্ষার্থীরা।

বিভিন্ন সিরিজের (সেশন) শিক্ষার্থীদের সামনে পরীক্ষা রয়েছে। ২০১৬ সিরিজের শিক্ষার্থীদের ১৬ নভেম্বর থেকে পরীক্ষা ছিল। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় পড়াশোনা নিয়ে বিপাকে পড়েছেন তারা। অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে দিলেও রাজশাহী ছাড়তে পারছেন না। পরীক্ষার টেনশনের কারণে তারা দোটানায় পড়েছেন। বাড়ি যাওয়াও হচ্ছে না। পড়াশোনা নিয়ে অনিশ্চয়তাও দেখা দিয়েছে।  

১৮ নভেম্বর পর্যন্ত রুয়েট বন্ধ করে দেয়ায় অনেক শিক্ষার্থীকে পার্শ্ববর্তী বিভিন্ন ছাত্রাবাসে অবস্থান নিতে হচ্ছে। কেউ কেউ আত্মীয় স্বজনের বাসায় গিয়ে উঠেছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছাত্রীরা। অধিকাংশ ছাত্রী কোথায় ঠাঁই না পেয়ে বাড়ির পথ ধরেছেন। তবে পড়াশোনার টেনশন তাদের পিছু ছাড়ছে না।

শুক্রবার বিকেলে রুয়েটের বিভিন্ন হল থেকে বের হয়ে যাওয়ার সময় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

ছবি : রুয়েটের হল ছেড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন,  এভাবে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়ার কোন মানেই হয়। বিশ্ববিদ্যালয়ে এমন কোন ঘটনা ঘটেনি যাতে বন্ধ করে দিতে হবে। সামান্য ঘটনায় রুয়েট বন্ধ করে দেয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতাই প্রকাশ পেয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রুয়েটের শহীদ জিয়াউর রহমান হলের ২১৭ নম্বর কক্ষ থেকে তিনটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ নেতা শাকিল কবিরকে সন্দেহ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। ভুক্তভোগী রাকেশ নামের এক শিক্ষার্থী বিষয়টি পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহকারী ছাত্রকল্যাণ পরিচালক সিদ্ধার্থ শংকর সাহাকে জানায়। সিদ্ধার্থ শংকর শাকিলের কক্ষ তল্লাশি করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সিদ্ধার্থ শংকরকে হলে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা। এনিয়ে মহানগর, রাবি ও রুয়েট ছাত্রলীগের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে শাকিলের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় রাকেশের ওপর ক্ষিপ্ত হয় শাকিলের সহযোগী তপু গ্রুপ। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে বহিরাগত ১০/১২ অস্ত্রধারীসহ রাকেশকে মারধরের করতে যায় শাকিলের সহযোগী তপু গ্রুপ। রাকেশ বিষয়টি জানতে পেরে শহীদুল্লাহ হলে ঢুকে পড়ে। সেখানে গিয়ে রাকেশ, সারওয়ার ও মাসুমকে বেধড়ক মারধর শুরু করে তপু গ্রুপ। এসময় হলের সামনে থাকা ছাত্রলীগ কর্মী আবিরের মোটরসাইকেল ভাঙচুর করে তারা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আবিরের পক্ষ নিয়ে ছাত্রলীর কর্মী সাখাওয়াত হোসেন গ্রুপ, তপু গ্রুপের ওপর হামলা চালায়। এতে দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হয়। গুরুতর আহত মাসুম আকন্দকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল বলেন, ঘটনা খুব বড় কিছু নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু সিরিয়াসলি দেখলে পরিস্থিতি ঠিক রাখা যেত বলে মন্তব্য করেছেন তিনি।

রুয়েট ভিসি প্রফেসর মোহা. রফিকুল আলম বেগ জানান, গত তিন দিনে দু’টি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রাখতে ১৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।



ঢাকা, ১২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ