Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সেই জুনায়েদ এখন পথশিশুদের শিক্ষক! (ভিডিও)

প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৭, ১৮:৪৫

লাইভ প্রতিবেদক : ‌জুনায়েদের কথা মনে আছে নিশ্চই। নুরুল্লাহকে প্রকাশ্যে পিটিয়ে ফেইসবুকে ভাইরাল হয়েছিলেন তিনি। গত বছরের ১৩ মার্চ সাদিয়া নামে এক ছাত্রীকে নিয়ে জুনায়েদ নুরুল্লাহকে পেটায়। পরে ওই ভিডিও ১৪ মার্চ ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এনিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পরে ২০ মার্চ আত্মসমর্পণ করতে বাধ্য হয় খলনায়ক জুনায়েদ।

তবে সেই জুনায়েদের অভিশপ্ত সেই গল্পটা এখন পাল্টে গেছে। নেশাগ্রস্ত সেই যুবকটি এখন নিজেকে আস্তে আস্তে বদলানোর চেষ্টা করছেন। অপসংস্কৃতির কবলে পড়ে তিনি নষ্ট হয়ে গিয়েছিলেন বলে তার বোধগম্য হয়েছে।

সম্প্রতি মজার টিভি নামে একটি ইউটিউব চ্যানেলে জুনায়েদ সাক্ষাতকার দিয়েছেন। এতে তিনি জানিয়েছেন।

কেমন ছিল ওই সময়টা। জানালেন জুনায়েদ। বললেন আমার কারণে অনেকেই ফেইসবুক সেলেব্রিটি হয়েছেন।
আমি ছিলাম নেশাখোর ছিলাম আর তারা ছিল নোশাখোর প্লাস লাইকখোর। আমি ১২২ দিন জেল খেটেছি। এরই মধ্যে নিজেকে পরিবর্তনের চেষ্টা করেছি।

জানালেন, অপসংস্কৃতিতে মেতেই আমি যা হওয়ার হইছি। এখন নিজের সংস্কৃতি নিয়ে আছি। পড়াশোনা করছি। আর একটা অর্গানাইজেশন বলুন, ফাউন্ডেশন বলুন বা পরিবারই বলুন। ‌আলোর পরশ নামে একটি স্কুলে গরীব বাচ্চাদের পড়াশোনা করাচ্ছি। তাদের স্কুলে ভর্তি করানোর জন্য ট্রেইনআপ করা হচ্ছে। ৭জন বাচ্চা নিয়ে শুরু করেছি। ওদের নিয়ে অনেক স্বপ্ন জুনায়েদের। আশা করছেন এখান থেকে তারা ভালো স্কুলে চান্স পাবে।

জুনায়েদ বলেন, জানি আমি এখন ভালো কাজ করলেও সাজা কমবে না। প্রতি রাতেই আমি ঘুমাতে চাই ১৪ বছরের সাজার কথা চিন্তা করে। তবে চিন্তা করি সাজার আগে অামি যাতে এমন কিছু করে যতে পারি যা নিজের কাছে সেল্ফ সেটিসফেকশন হিসেবে থাকে।

তিনি বলেন, ১৩ মার্চ ঘটনাটা ঘটে। ভিডিওটি ভাইরাল হয় ১৪ মার্চ। আর আমি আত্মসমর্পন করি ২০ মার্চ। ওই ৬ দিনের প্রত্যেকটা রাত এতো অভিশপ্ত ছিল, এত লম্বা ছিল, এতই নির্ঘুম, এতই ক্লান্তিকর ছিল যে প্রত্যেকটা রাত আমার কাছে ১৪ বছরের চেয়ে বেশি মনে হয়েছে। এই প্রত্যেকটা রাতে আমার সঙ্গে সাজা কেটেছেন আমার বৃদ্ধ বাবা। সাজা কেটেছেন আমার মা। প্রতি রাতেই অামার বড় ভাই তার আড়াই বছরের বাচ্চাকে নিয়ে রাস্তায় কাটিয়েছেন। কারণ আমার গেন্ডারিয়ার বাসায় ১০০ এর উপরে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়া হত।

অামি একটা বড় ভুল করেছি। এজন্য আমি একা সাজা কাটিনি। ফুল ফ্যামিলি এর জন্য সাফার করেছে। আমি মনে করি কেউ ভুলের উর্ধে নয়।

নোবডি ইস পারফেক্ট, আই এম নট পারফেক্ট ইউ আর নট পারফেক্ট...

আমিতো সমাজে বিষ তারপরেও একটা কথা বলি। কেউ কখনও মাদকাসক্ত হবেন না। ড্রাগস নেয়ার চেয়ে সুইসাইড করে মারা যান। কারণ সুইসাইড করলে আপনি একা মারা যাবেন। বাট যদি ড্রাগস নেন তাহলে আপনিতো মরবেন মরবেনই সাথে আপনার ফ্যামিলিও মরবে।

এভাবে যদি প্রতিটি ফ্যামিলিতে মাদকাসক্ত জন্মাতে থাকে তাহলে আল্টিমেটলি পুরো দেশটা মারা যাবে...


ভিডিওটি দেখুন :


[কার্টেসি : মজার টিভি]



ঢাকা, ২২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ