Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কে হচ্ছেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি?

প্রকাশিত: ২১ মার্চ ২০১৭, ১৯:০০

গাজীপুর লাইভ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ভিসি কে হচ্ছেন, এনিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যে এনিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকরাও বিভক্ত হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী কয়েকজন শিক্ষক ভিসি পদ পেতে তোড়জোড় শুরু করে দিয়েছেন।

এমনকি বর্তমান ভিসি মো. মাহবুবর রহমানকে আবারো ওই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেয়া নিয়ে শিক্ষকদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। শিক্ষকদের একটি অংশ বর্তমান ভিসির বিরোধীতা করে ইতিমধ্যে মাঠে নেমেছেন। তারা ভিসির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ করেছেন। বর্তমান ভিসির বিরুদ্ধে বিএনপি-জামায়াত তোষণেরও অভিযোগ করেছেন তারা। বর্তমান ভিসি মো. মাহবুবর রহমানকে দ্বিতীয় দফা মেয়াদ না বাড়ানোরও দাবিতে সাবেক ভিসি প্রফেসর আব্দুল মান্নান আকন্দের নেতৃত্বে একটি পক্ষ সরাসরি বিরোধীতা করছেন।

ওই দাবিতে রোববার শিক্ষকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। প্রফেসর মো. কামরুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন এসোসিয়েট প্রফেসর মো. ইমরুল কায়েস, এসিস্ট্যান্ট প্রফেসর আরিফুর রহমান খান, জাহাঙ্গীর আলম খান প্রমুখ।

শিক্ষকরা বলেন, ২০১৩ সালের ২০মার্চ চার বছর মেয়াদে ভিসির দায়িত্ব পান। ২০১৭ সালের ১৯ মার্চ তার ওই মেয়াদ শেষ হচ্ছে। ইতোমধ্যে তিনি দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার তদবির শুরু করেছেন। ভিসি মাহবুবর রহমান আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন। তিনি ক্ষমতার উন্মদনায় ভুগেন। তিনি তার সময়ে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ, বিশ্ববিদ্যালয়টিতে গবেষণার মান নিম্নগামী হয়েছে। তাই তাকে বাদ দিয়ে অন্য কোন শিক্ষককে ভিসি হিসেবে দেখতে চান তারা।

জানা গেছে, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য সাবেক ট্রেজারার প্রফেসর মো. গিয়াস উদ্দিন মিয়া, ছাত্রকল্যান পরিচালক প্রফেসর মোফাজ্জল হোসেন এবং প্রফেসর এ আর এম সোলাইমান শিক্ষামন্ত্রীর কাছে বায়োডাটা জমা দিয়েছেন। আন্দোলনরত শিক্ষকদের দাবি এ তিনজনের মধ্য থেকেই যেন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয়া হোক।

এদিকে বর্তমান ভিসি মো. মাহবুবর রহমানও দ্বিতীয় মেয়াদে ভিসি হওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। তার বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তার সময়ে প্রতিষ্ঠানটি শান্তিপূর্ণভাবে ও আন্দোলনবিহীনভাবে চলেছে। সাবেক ভিসি আব্দুল মান্নান আকন্দের নেতৃত্বে মহল বিশ্ববিদ্যালয়টিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

তবে কে হচ্ছেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কাউকে ওই দায়িত্ব দেয়া হচ্ছে কিনা এনিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদের জন্য লবিং শুরু করেছেন। তবে শেষতক কাকে ভিসি পদ দেয়া হয় সেটাই এখন দেখার বিষয়।  

উল্লেখ্য, বর্তমান ভিসি মো. মাহবুবর রহমানকে ২০১৩ সালের ২০ মার্চ ৪ বছরের জন্য বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়। চলতি বছরের ১৯ মার্চ তার মেয়াদ শেষ হয়েছে।


ঢাকা, ২১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ