Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গুগলে প্রভাবশালী নারী বাংলাদেশী সুমাইয়া জাফরিন

প্রকাশিত: ১০ মার্চ ২০১৭, ০৭:০১


আইটি লাইভ : সুমাইয়া জাফরিন চৌধুরী। স্বপ্ন দেখতে ভালোবাসেন। দেখাতেও পছন্দ করেন। কাজ করছেন নারীদের স্বাধীনতা, সাম্য ও ক্ষমতায়নের লক্ষ্যে। বিশ্বাস করেন নারীদের প্রযুক্তি, বাণিজ্য ও উদ্ভাবনে এগিয়ে আসায়। তিনি একজন গুগল লোকাল গাইডস হিসেবে গুগল ম্যাপে অবদান রাখতে ভালবাসেন। তিনি গুগল ম্যাপের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে চান।

গুগল লোকাল গাইডস হল গুগলের একটি পরিসেবা। সেখানেই কাজ করছেন সুমাইয়া। আন্তর্জাতিক নারী দিবসে গুগল লোকাল গাইডস তাদের সকল সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক, টুইটার, গুগল প্লাস, ইউটিউব ও লোকাল গাইডস কানেক্টে ) বাংলাদেশের সুমাইয়া জাফরিন চৌধুরীর ছবি স্থান করে দিয়েছেন।

এছাড়া গুগল লোকাল গাইডস সুমাইয়া জাফরিন চৌধুরীর উপর তাদের অফিসিয়াল সাইটে একটি আর্টিকেল প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়, সুমাইয়া জাফরিন চৌধুরী সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা। একজন সমাজকর্মী হিসেবে জাফরিন তাদের চেয়ে কম ভাগ্যবান যারা, বিশেষ করে নারীদের সাহায্য করতে উত্সাহী।


ছবি : আন্তর্জাতিক নারী দিবসে গুগল লোকাল গাইডস তাদের সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমাইয়া জাফরিন চৌধুরীর ছবি স্থান দিয়েছেন।

গুগল লোকাল গাইডসের শুরু থেকে কাজ করছেন জাফরিন। তিনি ২০১৬ সালের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত প্রথম লোকাল গাইডস সামিটের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হন।

উল্লেখ্য, সামিটের জন্য সারা বিশ্ব থেকে ৭৫ জন টপ লোকাল গাইডসকে নির্বাচিত করা হয়। তিনি দিনাজপুর লোকাল গাইডসের মডারেটর ও ময়মনসিংহ লোকাল গাইডসের একজন কমিউনিটি মডারেটর।




ঢাকা, ১০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ