Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাফর ইকবাল আক্রান্ত : মঞ্চের আরেক যুবককে সন্দেহ!

প্রকাশিত: ৫ মার্চ ২০১৮, ০৮:৩১

শাবি লাইভ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় আরেক যুবককে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ওই যুবককে অনুষ্ঠানের আয়োজকদের কেউ চিনতে পারছেন না। হামলার আগে মঞ্চের যে ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে হামলাকারী ফয়জুর ছাড়াও আরেক যুবককে চেনা যাচ্ছে না। মঞ্চের বাকিদের পরিচয় শনাক্ত করা হয়েছে অনুষ্ঠানের আয়োজক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে। এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মুক্তমনা লেখক ও ব্লগারদের ওপর যেসব হামলা হয়েছিল সেসব ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এক্ষেত্রেও তেমনটাই সন্দেহ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে মঞ্চে থাকা প্রায় সবার পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরাও ছিলেন।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জাফর ইকবালের আশপাশে অবস্থানরতদের মধ্যে দুজন বাদে সবাই ছিলেন আয়োজকদের পূর্বপরিচিত। চেয়ারে বসা জাফর ইকবালের ঠিক পেছনে ছিলেন হামলাকারী ফয়জুল। ছবিতে তার বাঁয়ে দ্বিতীয় জন মোটা-সোটা যুবকের পরিচয় জানা যায়নি।

শাবি প্রক্টর জহীর উদ্দিন আহমেদ জানান, মঞ্চে দাঁড়িয়ে থাকা ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে এখনই কিছু বলা যাবে না। এটা র‌্যাব-পুলিশ খুঁজে দেখবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়। তবে হামলাকারী একাধিক থাকতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। কারণ প্রকাশ্য অনুষ্ঠানে হামলাকারী একা এসে হামলা করবে তা দুরূহ। তার সহযোগী হিসেবে এক বা একাধিকজন থাকতে পারে।

র‌্যাবের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে হামলা একা করা সম্ভব নয়। হামলাকারীর সহযোগী কেউ থাকতে পারে র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যাট কর্নেল আবু হায়দার আজাদ আহমদ জানান, মঞ্চের ছবির কেউ হামলাকারীর সহযোগী থাকাটা স্বাভাবিক, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

ঢাকা, ০৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ