Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু

প্রকাশিত: ১১ সেপ্টেম্বার ২০১৭, ০৩:০৭

লাইভ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএস শেষ পর্ব (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষা শুরু হয়েছে।


আজ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান ঢাকা কলেজের পরীক্ষা কেন্দ্র, ইডেন কলেজের পরীক্ষা কেন্দ্র এবং বেগম বদরুন্নেছা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।


এসময় তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল উদ্দীন, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ, কলেজসমূহের সিনিয়র শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ভিসি সন্তোষ প্রকাশ করেন।


অধিভুক্ত ৭টি কলেজের পরীক্ষার কেন্দ্রসমূহ হলো, বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষার কেন্দ্র ঢাকা কলেজ, ঢাকা কলেজের পরীক্ষার কেন্দ্র ইডেন কলেজ, ইডেন কলেজের পরীক্ষা কেন্দ্র বেগম বদরুন্নেছা কলেজ, তিতুমীর কলেজের পরীক্ষার কেন্দ্র বাঙলা কলেজ এবং বাঙলা কলেজের পরীক্ষার কেন্দ্র তিতুমীর কলেজ। আগামী ৩১ অক্টোবর পরীক্ষা শেষ হবে।


পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোন প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। বাসস

 

ঢাকা, ১০ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ