Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৪৫তম বিসিএস : প্রিলিমিনারিতে উপস্থিতি ৭৭ শতাংশ

প্রকাশিত: ২০ মে ২০২৩, ০৩:৩৫

৪৫তম বিসিএস : প্রিলিমিনারিতে উপস্থিতি ৭৭ শতাংশ

ডেস্ক লাইভ: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন  ৭৭ শতাংশ পরীক্ষার্থী।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি)  চেয়ারম্যান সোহরাব হোসাইন  এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৪৫তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৪৬ হাজার জন। কিন্তু অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। যা আবেদনকারীর হিসাবে উপস্থিতির হার ৭৭.২৪ শতাংশ।  এছাড়া পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।

পিএসসির তথ্যমতে, ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। আজ দেশের আট বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

 
ঢাকা, ১৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমবি//মাবি

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ