
লাইভ প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আগামী মাসের ৩০ ও ৩১ ডিসেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আজ সোমবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০শে ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা হবে। ৩১শে ডিসেম্বর (শনিবার) হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা, ১৪ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ
আপনার মূল্যবান মতামত দিন: