teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৫শে মার্চ ২০২৩, ১০ই চৈত্র ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

এইচএসসি: পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ৮ নভেম্বার ২০২২, ০১:২৪

নিহত মো. হৃদয় হোসেন

নাটোর লাইভ: নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে নাটোরের সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের নাম মো. হৃদয় হোসেন (১৮) সে নাটোর সদরের বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে মানবিক বিভাগে চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। সে স্থানীয় বালিয়াডাঙ্গা গ্রামের জসিম প্রধানের বড় ছেলে।

নিহত হৃদয়ের চাচা ওয়াসিম প্রধান জানান, হৃদয় হোসেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথমটি অংশ নিয়ে পরীক্ষা ভালো না হওয়ায় বাড়ি এসে অনেক কান্নাকাটি করছিল। পরে সোমবার দুপুরে তার বাবা ইটভাটায় কাজে চলে গেলে ছোট দুই ভাই ও মায়ের অগোচরে নিজের ঘরের দরজা বন্ধ করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এদিকে তার ছোট ভাই ঘরের জানালা দিয়ে তাকে ঝুলে থাকতে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মো. নাছিম আহমেদ বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তানন্তর করা হয়েছে।

ঢাকা, ০৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ