teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২২শে মার্চ ২০২৩, ৮ই চৈত্র ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

বাবার মরদেহ রেখে এইচএসসি পরীক্ষার হলে ছেলে

প্রকাশিত: ৬ নভেম্বার ২০২২, ২২:৪৯

ঝালকাঠি সরকারি কলেজ

ঝালকাঠি লাইভ: বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় বসতে হয়েছে ছেলেকে। এমন ঘটনা ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের কেওড়া গ্রামে। ওই পরীক্ষার্থীর নাম সালমান রাফি। তার বাবা শফিকুল ইসলাম কুদ্দুস (৫০)।

সালমান ঝালকাঠি সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্র। এইচএসসির প্রথম দিন রবিবার (৬ নভেম্বর) সকালে ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়েছেন তিনি।

পরীক্ষা শেষে সালমান জানান, অসুস্থ থাকার পরেও শনিবার বাবা আত্মীয়-স্বজন সবাইকে ফোন করে আমার জন্য দোয়া চান। আজ বাবা নেই, বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

সালমানের বড় চাচা মো. মামুন হাওলাদার জানান, তার ছোট ভাই শফিকুল ইসলাম কুদ্দুস কেওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। শনিবার দুপুরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে রাতে তাকে সংজ্ঞাহীন অবস্থায় স্বজনরা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে পরীক্ষা-নিরিক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান জানান, বিষয়টি সত্যিই অত্যন্ত দুঃখজনক। কুদ্দুস ভাই (শফিকুল ইসলাম কুদ্দুস) খুব ভালো মানুষ এবং আমার ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধি ছিলেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

ঢাকা, ০৬ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ