
পিরোজপুর লাইভ: দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন মা। এদিকে সময় হয়ে গেছে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার। এমন পরিস্থিতে বাড়িতে মায়ের লাশ রেখেই এইচএসসি পরীক্ষা দিলেন শারমিন আক্তার (১৯) নামে এক পরিক্ষার্থী। রবিবার (৬ নভেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে ফারুক ফকিরের মেয়ে। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী।
পরীক্ষার্থীর চাচা আঃ মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘদিন যাবত লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। শনিবার রাত সোয়া ২টায় ঢাকার প্রাইম হসপিটালে মারা যায় তিনি। সকাল ১০টায় তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মায়ের মুখ দেখেই পরীক্ষা দিতে যান শারমিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম জানান, ঘটনাটি আসলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দিচ্ছে। এ ঘটনায় সবাই শোকাভিভূত।
ঢাকা, ০৬ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: