
সিলেট লাইভ: কারাগারে বসেই দিচ্ছেন এইচএসসি/আলিম পরীক্ষা। সিলেট কেন্দ্রীয় কারাগার থেকেই চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহন করেছে এক মাদরাসা শিক্ষার্থী। তার নাম মো, জুনায়েদ মিয়া (১৯)।
জানা যায়, মাদরাসা শিক্ষা বোর্ড থেকে চলতি বছরের পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। আজ রোববার (৬ নভেম্বর) দুপুরে সিলেট কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জুনায়েদ মিয়া হবিগঞ্জ জেলার শানু মিয়ার ছেলে।
জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন তিনি। কারাগারের অফিস কক্ষে পরীক্ষা দিচ্ছেন তিনি। সেখানে শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষকের তত্ত্বাবধানে তার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা কারাগারের পক্ষ থেকে তার পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি।
ঢাকা, ০৬ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ
আপনার মূল্যবান মতামত দিন: