Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই

এইচএসসি পরীক্ষা: কোচিং সেন্টার বন্ধ থাকবে ৪২ দিন

প্রকাশিত: ২০ অক্টোবার ২০২২, ০০:৫৯

ডা. দীপু মনি: ফাইল ছবি

লাইভ প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ৪২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। বুধবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দীপু মনি বলেন, চলমান এইচএসসি সমমানের পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন, যা গত বছরের তুলনায় ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন কম। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। তিনি বলেন, দেশের ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে।

ঢাকা, ১৯ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ