Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
বাবার নিথর দেহ দেখে পরীক্ষা হলে গেল যেভাবে

'ভালো করে পরীক্ষা দাও, ভয় পেয়ো না'

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার ২০২২, ০২:২৫

বাবার নিথর দেহ দেখে পরীক্ষা হলে গেল যেভাবে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক: হায়রে নিয়তি। হায়বে ভাগ্য। অবশেষে এটাও দেখতে হলো ওই শিক্ষার্থীকে। সাদা কাপড়ে মোড়ানো বাবার নিথর দেহ ছুঁয়ে দোয়া নিয়ে পরীক্ষা দিতে যায় মিরাজ। গত বুধবার সকালেও বাবার সঙ্গে কথা হয় তার। বাবার শেষ কথা- 'ভালো করে পরীক্ষা দাও, ভয় পেয়ো না'- এখনও তার কানে বাজে। মনকে কিছুতেই শান্ত করতে পারছে না মিরাজ। বাবাকে হারিয়ে শোকে বাক্‌রুদ্ধ সে। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে আখাউড়া পৌরশহরের দেবগ্রামে। ঘটনা যেই দেখে ও শুনেছে সকলেই হতবাগ হয়েছে। আর বলেছে এমনটি যেন কারো ভাগ্যে না জুটে।

এলাাকাবাসী জানান, মিরাজের বাবা মোতাহার হোসেন খান (৪৫) আখাউড়া গ্রিন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মিরাজ। সে এবারের এসএসসি পরীক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার ছিল তার গণিত পরীক্ষা। বুধবার সন্ধ্যায় তার বাবা স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। বিষয়টি মেনে নিতে কষ্ট হয়েছে মিরাজের।

কিন্তু নিয়তির খেলা কি আর করা যা হওয়ার তাই হয়েছে। মেনে নিতে হয়েছে মিরাজকে। বসতে হয়েছে পরীক্ণার হলে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ