Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com
ভুল কেন্দ্রে চলে যায় এক পরীক্ষার্থী...

এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলো পুলিশ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বার ২০২২, ২২:২৬

কেন্দ্রে পৌঁছে দিলো পুলিশ

লাইভ প্রতিবেদক: সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। চলমান এই পরীক্ষায় অংশগ্রহণ করতে ভুল করে অন্য কেন্দ্রে চলে যায় এক এসএসসি পরীক্ষার্থী। পরে তাকে নিজের কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ।

ওই পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র ছিল দক্ষিণ সিটি করপোরেশন এলাকার শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে। কিন্তু ভুল করে রাজধানীর শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলে আসেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো. ইমরান হোসেন মোল্লার তদারকিতে সরকারি গাড়িতে করে তাকে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এসময় ওই পরীক্ষার্থীর মা সঙ্গে ছিলেন। পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে ডেমরা ট্রাফিক জোনের টিআই জিএম মুছা কালিমুল্লা ও সঙ্গীয় সার্জেন্ট ইমরান সহযোগিতা করেন।

এদিকে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারায় পরীক্ষার্থী ও অভিভাবক ডেমরা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জনিয়েছে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ