
লাইভ প্রতিবেদক: ভয়াবহ বন্যার কারণে স্থগিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। স্থগিত এই পরীক্ষা ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদুল আজহার পরপরই নতুন করে এসএসসি-সমমানের পরীক্ষার রুটিন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
বুধবার (২২ জুন) উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এ তথ্য জানান। তিনি বলেন, দেশে সার্বিক বন্যা পরিস্থিতির কারণে ঈদ উল আজহার আগে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এই পরীক্ষা ঈদের পর নেওয়া হবে। আমরা দ্রুতই রুটিন প্রকাশ করে পরীক্ষার বিষয়টি জানিয়ে দিবো।
সচিব বলেন, পরীক্ষা আয়োজনের জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন তাই ঈদ উল আজহার আগে এসএসসি পরীক্ষা শুরু করা যাচ্ছে না। এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সেই প্রভাব এইচএসসি পরীক্ষার ওপরও পড়বে। কেননা দুটি পাবলিক পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন।
ঢাকা, ২২ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: