Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দিনাজপুরে এইচএসসির তৃতীয় দিনে পরিদর্শকসহ ৭ শিক্ষার্থী বহিষ্কার,অনুপস্থিত ১১৬৭

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭, ২২:৩৩


দিনাজপুর লাইভ: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার তৃতীয় দিন ইংরেজী (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় এক পরিদর্শক ও ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই দিনের পরীক্ষায় ১১৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।


দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল জানান, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার তৃতীয় দিন ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই দিনের পরীক্ষায় ৯৯ হাজার ৮১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ হাজার ৬৪৯ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১১৬৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ১৭ শতাংশ।


ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষায় রংপুরে জেলায় এক পরিদর্শককে ও বিভিন্ন জেলায় ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের পরীক্ষার্থীদের মধ্যে গাইবান্ধায় একজন, নীলফামারীতে একজন, কৃড়িগ্রামে ৩ জন, লালরমনিরহাটে একজন এবং পঞ্চগড় জেলায় একজন পরীক্ষার্থী রয়েছে।


অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ১৭৯ জন, গাইবান্ধায় ১৭৪ জন, নীলফমারীতে ১৪৪ জন, কুড়িগ্রামে ১৪৮ জন, লালমনিরহাটে ৯০ জন, দিনাজপুরে ২৪৯ জন, ঠাকুরগাঁওয়ে ১০৯ জন ও পঞ্চগড় জেলায় ৭৪ জন রয়েছে বলে জানান তিনি।


উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ৬৩৫টি কলেজের ১ লাখ ৬ হাজার ৭৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৫৬ হাজার ৫৮২ জন ছাত্র ও ৫০ হাজার ১৯০ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৩ হাজার ৩১১ জন, অনিয়মিত ২২ হাজার ৬০৩ জন, জিপিএ উন্নয়ন ৭৮০ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ৭৮ জন।

 

ঢাকা, ০৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ