Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‌দিনাজপুরে পিএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ১৫১৭

প্রকাশিত: ২২ নভেম্বার ২০১৬, ২৩:৫৯

 



দিনাজপুর লাইভ: দিনাজপুরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। তৃতীয় দিনে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ পরীক্ষায় ১ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদার জানান, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ডিআরভুক্ত ৬০ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৩৪৬ জন উপস্থিত ও ১৫১৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯০০ জন ও ছাত্রী ৬১৭ জন।

অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ডিআরভুক্ত ৫ হাজার ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ১৮২ পরীক্ষার্থী উপস্থিত ও ৯৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ৬৬৯ জন ছাত্র ২৯৩ জন ছাত্রী। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ইংরেজী ভার্সনে ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৫৮ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী রয়েছে।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় এবারে ৬৬ হাজার ৭ জন ছাত্র-ছাত্রী এ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) ৬০ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় (এইসি) ৫ হাজার ১৪৪ জন।

জেলার ১৩ উপজেলায় ১৪২টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 
দিনাজপুর, ২২, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ