Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পরীক্ষার হলে প্রসব বেদনা, মা হলেন ছাত্রী!

প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০১৮, ০২:০১

লাইভ প্রতিবেদক: বোচাগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে এসে মা হয়েছেন এক ছাত্রী। জেবি স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর নাম শীলা আক্তার। বৃহস্পতিবার সকালে সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বছর খানিক আগে বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নজিমউদ্দীনের মেয়ে শীলা আক্তারের সঙ্গে পাশ্ববর্তী উপজেলা কাহারোলের উচিৎপুর গ্রামের মো: মামুনের বিয়ে হয়। বৃহস্পতিবার সকালে শীলা সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষার মাঝামাঝি সময়ে ওই ছাত্রীর প্রসব বেদনার কথা জানতে পেরে তাকে সুচিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সে একটি ফুটফুটে সুস্থ্য পুত্র সন্তানের জন্ম দেয়। কেন্দ্র সচিব মো: আমিনুল ইসলাম এ তথ্য জানান।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো: নাজমুল ইসলাম জানান, বর্তমানে সন্তানসহ মা সুস্থ্য এবং ভালো আছেন।


ঢাকা, ১ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ