Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

‘শিক্ষকরা এখনো সংকটে সঠিক পথ নির্দেশনার আদর্শ মানুষ’

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ০৯:৪০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান

লাইভ প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘শিক্ষকরা এখনো দেশ গড়েন, সমাজ গড়েন। তারা এখনো শ্রেষ্ঠ সম্পদ। শিক্ষকরা এখনো সংকটে সঠিক পথ নির্দেশনার আদর্শ মানুষ।’

শুক্রবার (১০ মার্চ) রাজধানীর বিয়াম মিলনায়তনে ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সিলভার জুবলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মানস গঠন করছে উল্লেখ করে ড. মশিউর রহমান বলেন, ‘সংস্কৃতিতে, সুস্থতায় গৌরবের সঙ্গে বাংলাদেশ মানস গঠন করে চলেছে বিশ্ববিদ্যালয়টি। কারণ আমাদের শিক্ষার্থীরা দেশপ্রেমিক হয়, দুর্নীতিপরায়ণ হয় না। আমাদের শিক্ষার্থীরা আদর্শিক হয়, মূল্যবোধের হয়। তারা অপসংস্কৃতিতে যায় না। এসব শিক্ষার্থীরা বাংলাদেশকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে। ধারণ করে প্রিয় দেশমাতৃকা এবং পতাকা।’

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থীদের হাত দিয়ে বাংলাদেশের প্রত্যাশিত সংস্কৃতির বিকাশ ঘটছে। সেই জায়গায় আপনাদের ভূমিকা এবং একত্রিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজে সুদৃঢ় অ্যালামনাই গড়ে উঠুক। যার মধ্য দিয়ে ক্রান্তিতে, সংকটে- সবকিছুতে প্রাক্তন শিক্ষার্থীরা এবং বর্তমান শিক্ষার্থীরা একসঙ্গে প্রিয় দেশমাতৃকা সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। আমাদের প্রিয় এ সমাজ, এটিকে গড়বার দায়িত্ব সবার। কেউ খারাপ থাকলে তাকে টেনে তুলতে হবে। সেটাই বঙ্গবন্ধুর সমতাভিত্তিক সমাজ এবং মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা। আসুন সবাই মিলে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজটি নিজেদের হাতে তুলে নেই। সোনায় মুড়িয়ে গড়ে তুলি প্রিয় স্বদেশ।’

ঢাকা, ১০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ