Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

"পার্বত্য শান্তিচুক্তির ২০ বছর"

প্রকাশিত: ১ ডিসেম্বার ২০১৭, ০২:১৭

 

শোবিজ লাইভ: উপস্থাপনায় আবার ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ডিবেট, আরজে, মডেল কিংবা চলচ্চিত্র সব স্থানেই তিনি সফল। দীর্ঘ দুই বছর পর এই অভিনেত্রী রাষ্ট্রীয় অনুষ্ঠান পার্বত্য শান্তিচুক্তির ২০ বছর পূর্তি উৎসবে উপস্থাপনা করবেন।

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বয়ে শুক্র, শনি ও রোববার (১-৩ ডিসেম্বর) তিন দিনব্যাপী বিভিন্ন জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই অনুষ্ঠানে উপস্থাপনায় ফিরছেন ফারিয়া। তিনি বলেন, সিনেমায় আসার পর উপস্থাপনা একেবারেই ছেড়ে দিয়েছি। দীর্ঘদিন পর আবারো কোনো অনুষ্ঠান উপস্থাপনা করব। বেশ ভালোই লাগছে। এর আগেও অনেক প্রস্তাব পেয়েও করিনি।

তিনি আরো বলেন, উপস্থাপনা আমার খুব পছন্দের জায়গা। এটি সবসময় উপভোগ করি। রাঙ্গামাটি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কনকচাঁপা, মমতাজ, ফিডব্যাক ও মং। স্থানীয় শিল্পীরাও নাচ ও গানে অংশ নেবেন। দেশ টিভি সরাসরি পুরো অনুষ্ঠানটি সম্প্রচার করবে। ফারিয়ার পাশাপাশি উপস্থাপনায় আরও থাকবেন তানিয়া হোসেন।

পাহাড়ে দুই দশকের বেশি সময় ধরে চলা সংঘাত নিরসনে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে পাহাড়ে শান্তি ফিরে আসে, বন্ধ হয় সশস্ত্র সংঘাত। এই চুক্তি স্বাক্ষরের জন্য প্রধানমন্ত্রী ইউনেস্কো শান্তি পুরস্কার পান। পাহাড়ে শান্তি স্থাপনে চুক্তি সরকারের একটি বড় অর্জন; তাই স্বাক্ষরের দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে উদযাপনে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

 

ঢাকা, ৩০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ