Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

লেডি বাইকার থেকে সেরা সুন্দরী ‘মাফিয়া গার্ল’ (ভিডিও)

প্রকাশিত: ১ অক্টোবার ২০১৭, ১৮:৫০

শোবিজ লাইভ : তিনি বাংলাদেশের প্রথম লেডি বাইকার। ওই পরিচয়ে এতদিন পরিচিত হলেও এখন তাকে চেনা যাবে অন্যভাবে। তিনি এখন বাংলাদেশের সেরা সুন্দরী মনোনীত হয়েছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের খেতাব নিয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগীতায় অংশ নিতে যাচ্ছেন তিনি। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বলছি চট্টগ্রামের মেয়ে জান্নাতুন নাঈম এভ্রিলের কথা।

এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে মেধার সাক্ষর রেখেছেন তিনি। এলএলবিতে অধ্যয়নরত চট্টগ্রামের ওই ছাত্রীর পরিচয়টা হয়েছে অন্যভাবে। বাংলাদেশ ছাপিয়ে বিশ্ব দরবারে তাকে হাজিরের টিকিট দেয়া হয়েছে।

জানা গেছে, সাহসী এবং উদ্যেমী এভ্রিল বর্তমানে বাংলাদেশের হাইস্পিড লেডি বাইকার। তার লক্ষ বিশ্বসেরা হাইস্পিড লেডি বাইকার হওয়া। বন্দরনগরী চট্টগ্রামের এই ছাত্রী মাত্র ১৪ বছর বয়সে বাইক চালানো শিখেন। অাস্তে আস্তে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন নৈপুণ্য দেখাতে পারদর্শী হয়ে উঠেন তিনি। ৫ ফিট ৮ ইঞ্চি উচ্চতাসম্পন্ন ইভ্রিলের বাইক চালানোর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এভাবেই তিনি আলোচিত হয়ে উঠেন। সাহসী ওই ছাত্রী বন্ধুদের কাছে পরিচিত মাফিয়া গার্ল হিসেবে।

তবে এবার তার পরিচয়টা হয়েছে অন্যভাবে। তিনি বাংলাদেশের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে জমকালো আয়োজনে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এখানে বিচারকদের মুগ্ধ করে অন্যদের টপকে জিতে গেলেন এভ্রিল।

উল্লেখ্য, বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বহু বছর অংশ নেয়নি বাংলাদেশ। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেনমেন্টের উদ্যোগে দীর্ঘদিন পর ওই প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর লাভেলো।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন জেসিয়া ইসলাম। দ্বিতীয় রানারআপ হন জান্নাতুল সুমাইয়া হিমি। সেরা দশে আসা অন্য সাত প্রতিযোগী হলেন রুকাইয়া জাহান চমক, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান। শুরুতেই নৃত্য পরিবেশন করেন তিনি। তার পরিবেশনার মূলভাব ছিল মানবাধিকার। এ আয়োজন সরাসরি দেখানো হয়েছে এনটিভিতে।

অনুষ্ঠানে বিচারক ছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দোলা মতিন ও তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব সোনিয়া কবির।

শীর্ষ ১০ প্রতিযোগী ক্যাটওয়াকের পাশাপাশি জনপ্রিয় গানে ঠোঁট মিলিয়েছেন ও নেচেছেন। শিশুশ্রম, দারিদ্র্য, নিরাপদ গাড়ি চালানো, সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখা, স্বেচ্ছায় রক্তদানের মতো সামাজিক বক্তব্যও তুলে ধরেন তারা। এছাড়া ছিল চিত্রনায়ক নিরবের পরিবেশনা। এছাড়া প্রথমবার একমঞ্চে একসঙ্গে সংগীত পরিবেশন করেন দুই ভাই হৃদয় খান ও প্রত্যয় খান। সঙ্গে ছিলেন এ প্রজন্মের গায়িকা আনিকা।

 


ঢাকা, ০১ আক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ