Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘নিপুণের স্ট্যাটাস নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই’

প্রকাশিত: ৫ জুলাই ২০১৭, ০২:১২

 

শোবিজ লাইভ: নিপুণের ফেসবুক পোস্ট নিয়ে ‘নবাব’খ্যাত এই জনপ্রিয় তারকা শাকিব খান বলেছেন, নিপুণের এই স্ট্যাটাস নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই। এমনকি এসব বিষয় নিয়ে মাথা ঘামানোর সময়ও নেই তাঁর। শাকিব বলেন, ‘আমার মনে হয় তিনি (নিপুণ) সেই অনুষ্ঠান ঠিকমতো না দেখেই আমার সম্পর্কে মনগড়া কথা লিখেছেন।’ 

রাজধানীর একটি রেস্টুরেন্টে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন। 

এতে শাকিব খান বলেন, সাম্প্রতিক সময় চলচ্চিত্রে ঘটে যাওয়া অনেক ঘটনা নিয়ে আমাকে জড়িয়ে কেউ কেউ মিথ্যাচার করে যাচ্ছেন। নিজেদের মতো করে বানিয়ে বানিয়ে গল্প বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। 

আমার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কেউ কেউ কথা তুলছেন। আমি বলতে চাই, আমাদের চলচ্চিত্রে যারা কাজ করেন তারা একটি পরিবার। আমি কখনোই পরিবারের বিরুদ্ধে কিছু বলিনি। শুধু কিছু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এসব অন্যায় যারা করছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এ প্রতিবাদের জন্য যারা আমাকে হেয় করার চেষ্টা করছেন তারা আসলে অপশক্তি। 

চলচ্চিত্রের উন্নয়নের বুলি আওড়িয়ে মূলত চলচ্চিত্রকে ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছেন তারা। তিনি আরও বলেন, আমি কখনোই যৌথ প্রযোজনার নামে প্রতারণার পক্ষে কথা বলিনি। প্রতারণা বন্ধ হোক, এটা আমিও চাই। 

বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক এটাই আমি চাই। সে লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে আমার সামর্থের মধ্যে কাজ করে যাচ্ছি।  এটা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরকে এসব বন্ধ করার অনুরোধ করছি। 

সম্প্রতি শাকিব খানের বিরুদ্ধে একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচারে গিয়ে বাংলা সিনেমার নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলায় ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নিপুণ। সেখানে নিপুণ উল্টো শাকিবের শিক্ষা নিয়েই প্রশ্ন তোলেন। শাকিবকে তিনি তাঁর অতীতের অনেক কথাও মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন। 

শাকিব খান বলেন, আমাকে জড়িয়ে অপপ্রচার করে কেউ কেউ আলোচনায় আসতে চাইছেন। কাজ না করে কিংবা দর্শক যাদেরকে পছন্দ করেন না তারা এভাবে আলোচনায় এসে কতদিন টিকে থাকতে পারবেন সেটাও প্রশ্ন সাপেক্ষ। 

কিসের শক্তিতে তারা এমন কটূক্তি করে যাচ্ছেন? সেটা আমার বোধগম্য নয়। আমি মনে করি, অবশ্যই এসব অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। যা কিছু ভালো তার সঙ্গে থাকার অনুরোধ করছি সবাইকে।

এসময় আরো উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, পরিচালক কাজী হায়ৎ, প্রযোজক মোহাম্মদ ইকবাল, সাংবাদিক ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য শাবান মাহমুদসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও কয়েকজন।

 

ঢাকা, ০৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ