Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২২শে সেপ্টেম্বর ২০২৩, ৬ই আশ্বিন ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

কন্যাসন্তানের বাবা হলেন নায়ক রোশান

প্রকাশিত: ২৫ মে ২০২৩, ২১:৫৯

বাবা হলেন নায়ক রোশান

শোবিজ লাইভ: বাবা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান। বুধবার (২৪ মে) রাতে সন্তানের বাবা হন তিনি। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২০ সালের ১১ জুন বিয়ে করেন তাহসিন এশাকে।

সামাজিকমাধ্যম ফেসবুক পোস্টে নবজাতকের চারটি ছবি শেয়ার করে রোশান। সঙ্গে লেখেন, আলহামদুলিল্লাহ, আজ আমি আশীর্বাদ পেলাম, যেন বেহেশত সাথে আছে। রোশান জানান, কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। বুধবার (২৪ মে) বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দেন। এ সময় রোশানসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

রোশান জানান, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। এর চেয়ে আর ভালো লাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি। তবে মেয়ের নাম এখন চূড়ান্ত করা হয়নি। শিগগিরই আকিকার অনুষ্ঠানের মাধ্যমে মেয়ের নাম জানানো হবে সবাইকে।

২০১৬ সালে ‘রক্ত’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন রোশান। এতে তিনি পরীমণির বিপরীতে অভিনয় করেন। তার অভিনীত সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘পাপ’। এটি গেল ঈদে মুক্তি পেয়েছে।

ঢাকা, ২৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ