
শোবিজ লাইভ: ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়ক জিয়াউল রোশান। একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান গড়ে নিয়েছেন। এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে রোশান অভিনীত দুটি সিনেমা। তবে এবার তিন বছর পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন এই অভিনেতা।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন এই অভিনেতা। যেখানে দেখা যায় বিয়ের মেহেদী অনুষ্ঠানের ছবি ও তার স্ত্রীর হাতে মেহেদি দিয়ে দিচ্ছেন তিনি।
রোশান গণমাধ্যমে জানান, প্রেম করে ৩ বছর আগে বিয়ে করেছেন তিনি। তার স্ত্রীর নাম তাহসিন এশা। তবে এতদিন এ খবর প্রকাশ্যে আনেননি এই অভিনেতা। তিনি বলেন, আমরা ৩ বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। আমাদের জন্য দোয়া করবেন, যেন সুখে শান্তিতে থাকতে পারি।
ঢালিউডে রোশানের অভিষেক হয় ‘রক্ত’ সিনেমার মাধ্যমে। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন। এ বছরের ঈদে একসঙ্গে ২টি সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’ মুক্তি পেয়েছে তার।
ঢাকা, ০৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: