Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাবা হিসেবে যেমন তারকারা

প্রকাশিত: ১৯ জুন ২০১৭, ০৫:০৯

 

শোবিজ লাইভ: তারকা। আকাশচুম্বি জনপ্রিয়তা যাদের। দেশে বিদেশ লাখ লাখ ভক্ত তাদের। কিন্তু ঘরে! বাবা হিসেবে কতটা জনপ্রিয় তাদের সন্তানদের কাছে? কাজ নিয়ে ব্যস্ত থাকা এই তারকা বাবাদের সন্তান পালনে মনোযোগ কতটা? দেশি-বিদেশি তারকা বাবাদের সন্তান পালনের খবর নিয়ে আমাদের এই আয়োজন— 

শাহরুখ খান 

বাবা হিসেবে শাহরুখ খান তার সন্তানদের সবসময় সময় দিতে পছন্দ করেন। শোবিজ অঙ্গন থেকে বেরিয়ে একটু সময় পেলেই ছুটে যান সন্তানদের কাছে। তবে সবার ছোট হওয়ায় আব্রাম বাবা শাহরুখ খানের আদর ভালোবাসাও যেন একটি বেশিই পায়। সন্তানদের জন্য আরামদায়ক গাড়ি দরকার, এ ভাবনায় আব্রামের জন্য অডি কোম্পানির ব্যয়বহুল একটি গাড়ি কেনেন তিনি, যার মূল্য ৬০ লাখ টাকা! 

জন লিজেন্ড 

গায়ক ও গীতিকার জন লিজেন্ড এরইমধ্যেই ‘অসাধারণ বাবা এবং চমত্কার স্বামী’র উপাধি পেয়ে গেছেন স্ত্রী ক্রিসির কাছ থেকে। জনের সময়ও কাটে ছোট্ট কন্যা লুনাকে নিয়ে। সন্তানের জন্মের পর জন বলেন, ‘তুমি যখন দেখো তোমার আর তোমার ভালোবাসার মানুষের ভালোবাসার ফসল ছোট্ট একটা মানুষ তোমার সামনে, সেই মুহূর্তগুলোর কথা ভাষায় প্রকাশ করা যায় না। তার বেড়ে ওঠা দেখার জন্য, আর এই বেড়ে ওঠায় তাকে সাহায্য করার জন্য আমি বেশ উদগ্রীব হয়ে আছি!’ 

অ্যাস্টন কুচার 

মার্কিন অভিনেতা ও প্রযোজক অ্যাস্টন কুচার বলেন, ‘পিতৃত্ব তাকে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করে।’ অ্যাস্টন-মিলা দম্পতির প্রথম কন্যা সন্তানের জন্মের পরপরই নতুন অভিভাবক বেশ ব্যস্ত সময় পার করছেন সন্তানকে নিয়ে। মিলা কুনিস আবারও সন্তান সম্ভবা হওয়ার পর বড় মেয়েকে বাবাই বেশি সময় দিচ্ছেন। 

অমিতাভ বচ্চন 

বলিউডের শাহেনশাহ খ্যাত তারকা অমিতাভ বচ্চন। কোটি কোটি ভক্ত তাকে নিজের ‘হিরো’ মনে করেন। ব্যতিক্রম নন অভিষেক বচ্চনও। তার কাছেও তার বাবা একজন ম্যাজিশিয়ান। একসঙ্গে কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন তারা। সবচেয়ে মজার বিষয় ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত আর বালকি পরিচালিত ‘পা’ সিনেমায় অমিতাভের বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। বড়পর্দার বাইরে তাদের সম্পর্ক বেশ ভালো। আর তাইতো অমিতাভ একবার বলেছিলেন, ‘আমরা বাবা-ছেলের বেশি কিছু নই।’

ডেভিড বেকহাম 

ডেভিড বেকহাম রাজপরিবারের সদস্য না হলেও সন্তানদের জন্য খরচের ব্যাপারে একদমই হাতখোলা। তাই তো ছেলে ব্রুকলিন বেকহামের জন্মদিনে তার পছন্দের স্নিকারস স্বয়ং স্নিকারস কোম্পানির মালিক এসে দিয়ে যান। শুধু তাই নয়, সন্তানদের পছন্দ অনুযায়ী ট্রি হাউসের আদলে বাংলো নকশা করিয়েছেন ডেভিট বেকহাম। যাতে শুধু নকশা করতেই খরচ হয় বাংলাদেশি টাকায় ৪০ লাখের বেশি!

 

ঢাকা, ১৮ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ