teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৩০শে জানুয়ারি ২০২৩, ১৭ই মাঘ ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

তিন নায়িকার বিপরিতে এক সিনেমায় প্রভাস

প্রকাশিত: ২৬ নভেম্বার ২০২২, ১৭:১৯

তিন নায়িকার বিপরিতে এক সিনেমায় প্রভাস

শোভিজ ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তেলেগু অভিনেতা প্রভাস। বর্তমানে ‘রাজা ডিলাক্স’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। চলমান এই ছবিটি নির্মাণ করছেন পরিচালক মারুথি। এই সিনেমায় প্রভাসের বিপরীতে কাজ করবেন তিন নায়িকা। ওই তিন নায়িকা হচ্ছেন- নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার এবং মালাভিকা মোহনান।

জানা গেছে, তামিল সিনেমার জনপ্রিয় নায়িকা মালাভিকা অনেক আগেই এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পরে একে একে যুক্ত হন নিধি আগারওয়াল এবং ঋধি কুমার। এই সিনেমাটিতে এক তরুণের নাম ভূমিকায় দেখা যাবে প্রভাসকে।

প্রসঙ্গত, বর্তমানে বড় বাজেটের বেশকয়েকটি ছবি রয়েছে প্রভাসের হাতে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘সালার, ‘আদিপুরুষ’। এছাড়া নির্মাতা নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ ছবিতেও অভিনয় করবেন এ অভিনেতা। তার এই ছবিতে আকর্শনীয় চমক নিয়ে আসছেন তিনি।

ঢাকা, ২৬ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ