Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

নারী চ্যাম্পিয়নদের জমি দেওয়ার আবেদন ওমর সানীর

প্রকাশিত: ২২ সেপ্টেম্বার ২০২২, ০৬:১১

চ্যাম্পিয়নদের জমি দেওয়ার আবেদন ওমর সানীর

শোবিজ লাইভ: বাংলার বাঘিনীদের প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জনের দাপুটে উল্লাসে মেতেছে পুরো দেশ। এই অর্জনকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানায়। একই সাথে তাদের জন্য সরকারের কাছে জমি কিংবা ফ্ল্যাট দেওয়ার আবেদনও জানান তিনি।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্বপ্নের ট্রফি নিয়ে দেশে ফিরেছেন নারীরা। তাদের ঘরে ফেড়াকে কেন্দ্র করে বাংলার পথেঘাটে, হাট-বাজারে চলছে এই জয় উপভোগের আনন্দ আয়োজন।

চলচিত্র অভিনেতা ওম র সানী ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন দেওয়ার আগে একটা কথা না বললেই নয়, মাননীয় প্রধানমন্ত্রী আমার এই পোস্টটা দেখবেন কি না তা আমি ঠিক বলতে পারি না, আবেদন করতে পারি ফুটবলে জৌলুসের সাক্ষী হচ্ছি আমি। আমাদের ফুটবলে কি শক্তি ছিল (ছেলেদের) এখন সেটা মৃতপ্রায়। সেই ক্ষেত্রে মেয়েরা আমাদের মুখ উজ্জ্বল করেছে, তার জন্য এই মেয়েদের বেঁচে থাকার জন্য পরিবার নিয়ে একখণ্ড জমি কিংবা ফ্ল্যাট দিলে খুব ভালো হয়।’

এই অভিনেতা লেখেন, ‘আগামী প্রজন্ম উৎসাহী হয়ে ফুটবলে এগিয়ে আসবে, সমাজে কত বাটপার চোখের সামনে অবৈধভাবে গাড়ি-বাড়ি পাহাড় সমান সম্পদ করেছেন, সেই জায়গায় এতোটুকু আবদার আপনি রাখতেই পারেন। মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের ফুটবল ফেডারেশন এসি রুমের মাদবরি থেকে বেরিয়ে আসবেন এবং দেশকে ভালোবাসবো আমরা, ধন্যবাদ অভিনন্দন নারী ফুটবল টিমকে। ফুটবল নিয়ে আরো কথা বলব আরেক দিন।’

ঢাকা, ২১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ