Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা...

গাজী মাজহারুল আনোয়ারকে গার্ড অফ অনার প্রদান

প্রকাশিত: ৫ সেপ্টেম্বার ২০২২, ২২:৫৭

গার্ড অফ অনার প্রদান

শোবিজ লাইভ: কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। সেই সাথে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় এই কিংবদন্তির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশা ও সংগঠনের মানুষ তাকে শ্রদ্ধা জানাতে আসে।

শহীদ মিনার থেকে দুপুর সাড়ে ১২টায় বিএফডিসিতে নেওয়া হবে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। সেখানে বাদজোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বনানীতে মায়ের কবরেই চিরনিদ্রায় শায়িত হবেন গাজী মাজহারুল আনোয়ার।

গাজী মাজহারুল আনোয়ার গত ৬০ বছরে ২০ হাজারের বেশি গান লিখেছিলেন। সংগীতে অসাধারণ অবদানের জন্য পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক। এছাড়াও গাজী মাজহারুল আনোয়ার পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

তার কালজয়ী গানের তালিকায় রয়েছে, 'জয় বাংলা বাংলার জয়', 'আছেন আমার মোক্তার', 'এক তারা তুই দেশের কথা', 'গানের কথায় স্বরলিপি লিখে', 'শুধু গান গেয়ে পরিচয়', 'এই মন তোমাকে দিলাম', ইত্যাদি।

ঢাকা, ০৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ