Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পরিচালনায় 'জহরে কহরে'

প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ২২:০৫

জহরে কহরে

জাককানইবি লাইভ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা রাকায়েত রাব্বির চিত্রনাট্য ও পরিচালনায় ঈদ আয়োজনে আসছে শর্ট ফিল্ম ‘জহরে কহরে’।

ঈদের পঞ্চম দিন রাত ১২টা ২০ মিনিটে দীপ্ত টিভির পর্দায় প্রদর্শিত হবে শর্ট ফিল্মটি। একই সাথে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপেও ফিল্মটি দেখা যাবে। সাইকো থ্রিলার ধর্মী এই শর্টফিল্মে অভিনয় করেছেন আশিস খন্দকার, মৌসুমি মৌ, সৈয়দা তাসমিম পুঁথি ও মোহাম্মদ সালমান।

‘জহরে কহরে’ শর্টফিল্মে দেখা যাবে একটি নির্জন বাড়ি ও তিনজন মানুষের সম্পর্কের গল্প। ছবিটি নিয়ে অভিনেতা আশিষ খন্দকার বলেন, 'দরজায় কড়া নাড়া গল্প দেখে-শুনে আমরা অভ্যস্ত। কিন্তু আমাদের চেনা জানার বাইরেও একটা জগত আছে, দেখা শোনার বিপরীতে চলা ফেরা যেটা আমার পছন্দ। 'জহরে কহরে' আমার কাছে ঠিক তেমনি একটা গল্প মনে হয়েছে। এই গল্পে আমার চরিত্রের নাম মির্জা গালিব। এক কথায় বলতে গেলে "জহরে কহরে" টেকসই মির্জা গালিবের টুপি। এর আলাদা একটা সুগন্ধ আছে, আশাকরি যা দর্শকের ভালো লাগবে।'

মৌসুমি মৌ বলেন, ‘জহরে কহরে করতে গিয়ে ভিন্ন স্বাদ পেয়েছি। আমি এমনিতেই খুব কম কাজ কারি। গল্পটা সাইকোলজিক্যাল থ্রিলার। আমার বেশ ভালো লেগেছে স্ক্রিপ্ট পড়ে। আর এ ধরণের কাজ আমার আগে কখনও করা হয়নি। তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি কতটুকু করতে পারি। কাজটি করার আরেকটি বড় কারণ রাকায়েত রাব্বি এই কন্টেন্টের নির্মাতা। আমি নিজেও একজন তরুণ তাই অন্য তরুণদের কাজের প্রতি প্যাশনেট ব্যাপারটা আমার ভালো লাগে। রাব্বি তার পুরো টিম নিয়ে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে। আমি বেশ আনন্দ নিয়ে কাজ করেছি।’

পরিচালক রাকায়েত রাব্বি বলেন, ‘আমরা যে সময়টায় দাঁড়িয়ে আছি সেই সময় মানুষের অপরাধ প্রবণতা বেড়েই চলছে! ইচ্ছে হলেই স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে! কেউ আবার প্রতিশোধ পরায়ণ হয়ে খুন করছে। কেউ বিচার চাচ্ছে কিন্তু বিচার পাচ্ছে না, কেউ আবার প্রতিশোধ নেওয়ার ট্রাই করছে। কিন্তু যার বিচার চাওয়ার বা প্রতিশোধ নেওয়ার কেউ নেই তার কী হচ্ছে? আমাদের গল্পে কেউ কোনো বিচার চায় না, কেউ কোন প্রতিশোধ নেয় না। প্রতিশোধটা প্রকৃতি নেয়। আমি শুধু বর্তমান সময়ের একটা গল্প বলার চেষ্টা করেছি এই ফিল্মে। বাকিটা দর্শকের উপর, আশা করি দর্শকদের ভালো লাগবে।’

আলফা-আই এর ব্যানারে নির্মিত ‘গল্পকল্পদ্রুম’ সিরিজের একটি অন্যতম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জহরে কহরে’। শর্ট ফিল্মটির প্রডিউসার হিসেবে শাহরিয়ার শাকিল এবং ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আছেন নির্মাতা আনিমেষ আইচ।

ঢাকা, ১৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ