
শোবিজ লাইভ: কক্সবাজারে ঈদ কাটিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। কারণ তিনি অন্তঃসত্ত্বার এ সময়টায় কোনো ঝুঁকি নিতে চান না। তাই সঙ্গে ছিলেন স্বামী রাজ ও নানা। কক্সবাজারে থেকেই নিজের ফেসবুক পেজে পোস্ট করছেন বিভিন্ন ধরনের ছবি। এবার বেবি বাম্পের ছবিও প্রকাশ্যে এনেছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে ছবিটি প্রকাশ করেছেন পরীমনি। তার সেই ছবি প্রকাশ হতেই নজর কেড়েছে নেটিজেনদের।
কক্সচবাজার সফরে পরী ও রাজের সঙ্গে আছেন পরীমনির নানা শামসুল হকও পরিবারে আরো এক সদস্য। স্বামী ও নানাকে ঘিরেই এখন পরীর পৃথিবী। ঈদের দিন তিনজনের কয়েকটি ছবি শেয়ার করে তৃপ্ত মনের অনুভূতি প্রকাশ করেছিলেন ঢাকাই সিনেমার এ নায়িকা।
লিখেছিলেন, ‘এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে... আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।’
ঢাকা, ০৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: