Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শেষ হচ্ছে মারমাদের ঐতিহ্যবাহী বৈসাবী উৎসব

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ০১:২৯

বৈসাবী উৎসব

শোবিজ লাইভ: মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই বা পানি উৎসবের মধ্য দিয়ে আজ শনিবার জেলার পাহাড়ে শেষ হচ্ছে বৈসাবী উৎসব। নতুন বর্ষবরণের এই উৎসবকে কেন্দ্র করে মারমা পাড়াতে বইছে জল উৎসবের জোয়ার। সাংগ্রাই উপলক্ষে জেলার কাউখালীতে কেন্দ্রীয়ভাবে মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) উদ্যোগে বেলা ১১টা থেকে শুরু হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসাস) সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রি. জে. ইমতাজ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মারমারা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে জল উৎসবের আয়োজন করে থাকে। পুরাতন বছরের যে গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় এই জল উৎসবের মাধ্যমে। এটি মারমাদের প্রধান সামাজিক অনুষ্ঠান হওয়ায় পালন করা হয় জাকজমকভাবে।

ঢাকা, ১৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ