Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পরপারে পাড়ি জমালেন লাকী আখন্দ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৭, ০২:০৮



শোবিজ লাইভ: দেশের অন্যতম সেরা সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক লাকী আখন্দ (৬১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আরমানিটোলার নিজ বাসায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার হাসপাতাল থেকে খ্যাতিমান এই সঙ্গীত শিল্পীকে বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।


১৯৫৬ সালের ১৮ জুন পুরনো ঢাকার পাতলা খান লেনের এক সঙ্গীতানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন এ গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১।


ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক জনপ্রিয় গানের সৃষ্টি করেছেন এ কিংবদন্তি। ‘লিখতে পারি না আজ কোনো গান তুমি ছাড়া’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘এই নীল মনিহার’, ‘যেখানে সীমান্ত তোমার’, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, ‘তুমি কী দেখেছো পাহাড়ি ঝরনা’, ‘তুমি ডাকলে কাছে আসতাম সে তো জানতেই’সহ আরও অনেক জনপ্রিয় গান তার গাওয়া, সুরারোপ ও সঙ্গীতায়োজনে করা।

 

ঢাকা, ২১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ