Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাকায় শ্রেয়ার 'লাইভ নাইট'

প্রকাশিত: ৩ মার্চ ২০১৭, ০৩:৩৪

 

 

শোবিব লাইভ: আবারও ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল। তবে আজ কালই নয়। তিনি সময় দিয়েছেন ৩১ মার্চ। ইতোমধ্যে দুই দুইবার ঢাকায় পারফরম করে গেছেন বলিউডের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল। ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ নামেই হতে যাচ্ছে এক জমকালো সংগীতানুষ্ঠান।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ৩১ মার্চ হতে যাচ্ছে এ অনুষ্ঠান। এটিএন ইভেন্টস ও অক্টোপি লিমিটেডের যৌথ প্রযোজনার এ কনসার্টে ‘বলিউড মেলোডি কুইন’ শ্রেয়া ঘোষাল গান করবেন।

কনসার্টটিতে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আনিকা, পিন্টু ঘোষ ও মিফতাহ জামানও গান পরিবেশন করবেন। গান গাইবেন দেশের আরো অনেক শিল্পী।

‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ নামের এই কনসার্টটির টিকিট পাওয়া যাবে হোটেল ওয়েস্টিন, মিরপুরের সাবাব, ফ্লোর সিক্স, ধানমন্ডির ক্যাফে দরবার, হাতির ঝিলের ক্যাফে জার্নাল ও ক্যাফে ইনার্সে।

সহজ ডটকম, টিকিট চাই ডটকম এবং হ্যালো ইভেন্টস ডটকম নামের অনলাইনেও পাওয়া যাবে অনুষ্ঠানের টিকিট। ০১৯৭১৪২২২২৮ ও ০১৯১৫৯৮৯৩৪২ এ নম্বর দুটিতেও সরাসরি যোগাযোগ করে টিকিট পাওয়া যাবে।

ভারতীয় বাংলা চ্যানেল জিটিভির ‘সা রে গা মা পা’ সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গানের জগতে প্রবেশ করেন কোলকাতার বাঙালি মেয়ে এই শ্রেয়া ঘোষাল। তার প্লে-ব্যাকের অভিষেক হয় ২০০২ সালে বলিউডের ‘দেবদাস’ চলচ্চিত্রের মাধ্যমে।

এ সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়ে তিনি সেরা গায়িকা হিসেবে একে একে তুলে নেন জাতীয় চলচ্চিত্র, ফিল্মফেয়ার, আর ডি বর্মনসহ নানা পুরস্কার। শ্রেয়া ঘোষাল এ পর্যন্ত গান গেয়েছেন ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে।

২০১৫ সালের জুনে সর্বশেষ ঢাকায় এসেছিলেন তিনি।

 

ঢাকা, ০২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ