Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাগল হয়ে রাস্তায় সজল

প্রকাশিত: ২৬ অক্টোবার ২০১৮, ২৩:৫১

শোবিজ লাইভ: পাগল বেশে ঘুরে বেড়ায় রমি নামের এক যুবক। অন্যদিকে দিনের বেলা পান বিক্রেতা ও রাতের বেলা পতিতাবৃত্তি করে বেড়ায় মালি নামে এক মেয়ে। মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যায় সে।

একই এলাকায় মতিন নামে মাস্তান টাইপের একটি ছেলে মালিকে পছন্দ করে। রমি এসব সহ্য করতে পারে না। পাগল হলেও মালির জন্য প্রেম জন্মে তার মনে। কিন্তু মাঝে মাঝে মালি রাতের বেলা কোথায় যায় সেটাও খুঁজে বের করে রমি।

মালি দিনে পান বিক্রি আর রাতের বেলা পতিতবৃত্তি ছাড়াও টাকার বিনিময়ে খুন করে বেড়ায়। এভাবেই এলাকাজুড়ে নানা ঘটনা ঘটতে থাকে।

শরিফুল ইসলাম শামীমের রচনা ও পরিচালনায় ‘ভেল্কি’ নাটকে দেখা যাবে এসব দৃশ্য। এ নাটকে পাগলের চরিত্রে অভিনয় করেছেন সজল। এ ধরনের চরিত্রে এটাই তার প্রথম অভিনয়।

এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘এ চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। পাগলরা কীভাবে চলাফেরা করে তার জন্য বেশ কিছু সময় আমাকে অবজার্ভ করতে হয়েছে তাদের। আশা করছি নাটকটি দেখে দর্শকের ভালো লাগবে।’

নাটকে মালি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও মাজনুন মিজানকে দেখা যাবে মতিনের চরিত্রে। নাটকটি আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

 

 


ঢাকা, ২৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ