Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দেবীর দেখা মিলবে ১৯ অক্টোবর

প্রকাশিত: ৫ অক্টোবার ২০১৮, ০৯:৩৪

শোবিজ লাইভ: প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাসের অনুপ্রেরণায় নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রটি। এখানে মিসির আলী চরিত্রে ‘ডাইনামিক’ অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখার অপেক্ষায় ঢাকাই সিনেমার দর্শক।

অবশেষে অবসান ঘটছে অপেক্ষার। সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি দেখে গত সপ্তাহেই অনুদান কমিটি তাদের অনুমোদন দিয়েছেন। এবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল আলোচিত ছবি ‘দেবী’।

৩ অক্টোবর বিকালে বোর্ডের সদস্যরা ছবিটি দেখে বিনা কর্তনে ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত জানান প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসানকে। সেন্সর বাঁধা পেরিয়ে ছবিটির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা জানিয়েছে মুক্তির তারিখও। ঢাকা-নারাণগঞ্জসহ সারাদেশে ছবিটি মুক্তি পাবে ১৯ অক্টোবর। এটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ ‘দেবী’ দেখে বলেন, ‘আমরা নিশ্চিত দর্শক ভিন্ন স্বাদের একটি চলচ্চিত্র পেতে যাচ্ছে। সব শ্রেণীর দর্শকের উচিত এমন ধরনের চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করা।’

ছবিতে রানু চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। ছবিটি প্রসঙ্গে জয়া বলেন, ‘‘দেবী’ এমন একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রের ওপর দর্শকের অনেক বেশি আশা। এটি খুব স্বাভাবিক। আর এ কারণেই ‘দেবী’র মুক্তি নিয়ে আমরা কোনও তাড়াহুড়ো করতে চাইনি। সব গুছিয়ে, সব পক্ষের সম্মতি নিয়ে ১৯ অক্টোবর ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। আশা করছি ভক্ত-দর্শকরা সঙ্গে থাকবেন।’’

‘দেবী’ চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।


ঢাকা, ০৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ