Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাউণ্ডুলে স্বল্পদৈর্ঘ্য উৎসবে ‘পুতুল জীবন’

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৮, ০৩:৪৫

শোবিজ লাইভ: ভারত ও বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট ফিল্ম মেকারদের চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাউণ্ডুলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতা। বাংলা ও হিন্দী ভাষার প্রায় একশটি চলচ্চিত্রের মধ্যে সেরা দশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে দিনব্যাপী চলে উৎসব।

এখানে সেরা দশে স্থান করে নেয় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ‘পুতুল জীবন’। আনন্দের খবর হলো এই প্রতিযোগীতায় দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি। এবারের সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন ‘পুতুল জীবন’ চলচ্চিত্রটির পরিচালক হীরক মুশফিক ও সেরা অভিনেত্রী পুরস্কারটি পায় এই চলচ্চিত্রের শিশু শিল্পী রোদেলা।

চলচ্চিত্রটির পরিবেশক ছিল বুনো পায়রা। হীরক মুশফিক বলেন,‘আমি বাংলাদেশের হয়ে দেশের বাইরে থেকে পুরস্কার নিচ্ছি এর থেকে আনন্দের কিছু নেই। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা, মা-বাবা, আর সকল কাছের মানুষকে। সবার অনুপ্রেরণায় এগিয়ে যেতে চাই।’

এ বিষয়ে আবু হেনা রনি জানান, ‘প্রথমবারের মত আমাদের চলচ্চিত্র দেশের বাইরে পুরস্কৃত হয়েছে, আমরা আনন্দিত। কথা দিলাম ভবিষ্যতে আরো ভালো কাজ নিয়ে আসবে বুনোপায়রা।’

এ বিষয়ে জানতে চাওয়া হলে তন্ময় মজুমদার জানিয়েছেন, ‘আমরা চাই, চলচ্চিত্রের প্রকাশ আরো বিস্তার লাভ করুক, আর সেটা হোক তরুণদের হাত ধরে। যারা পকেটের টাকা খরচ করে চলচ্চিত্র বানায়, শুধুমাত্র ভালোবাসার নেশায়। সেইসব নির্মাতাদের ভেতরের আগুনকে আরেকটু উসকে দেওয়া আমাদের লক্ষ্য।’

গোপাল গোস্বামী জানান, ‘প্রথমবারের মত এ আয়োজনে আমাদের বন্ধু রাষ্ট্র বাংলাদেশ থেকে ভীষণ সাড়া পেয়েছি। এতে আমরা খুশি, সেই সাথে বাংলাদেশের চলচ্চিত্র 'পুতুল জীবন'কে অভিনন্দন। এই ধারা অব্যাহত থাকবে প্রত্যাশা করি।’

 


ঢাকা, ১৬ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ