Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রবীন্দ্রনাথের ‘মধ্যবর্তিনী’ নাটকে শারমিন আঁখি

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৮, ২২:০২

লাইভ প্রতিবেদক: অভিনেত্রী শারমিন আঁখি রবীন্দ্রনাথের ছোট গল্পের কাহিনীতে অভিনয় করতে যাচ্ছেন। রবীন্দ্রনাথের ‘মধ্যবর্তিনী’ নাটকে অভিনয় করছেন চলতি সময়ের অভিনেত্রী শারমিন আঁখি।

রাজু খানের পরিচালনায় আহমেদ হীরক খানের চিত্রনাট্যে মধ্যবর্তিনী নাটকটি নির্মান করা হবে। আগামীকাল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে বলেও জানা যায়।

ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সোহানা সাবা, শতাব্দি ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া, ডলি জহুর, ও নাবিলা ইসলামসহ অনেকে। ধারাবাহিকটি প্রসঙ্গে আঁখি বলেন, রবীন্দ্রনাথের গল্পে কাজ করা বেশ কঠিন। তারপরও কনসেপ্ট অনুযায়ী লোকেশন, কস্টিউম সবকিছু মিলিয়ে চেষ্টা করেছি ভালো কিছু করতে। কতটুকু ভালো করতে পেরেছি তা দর্শকরা বলতে পারবে।

মধ্যবর্তিনী গল্পের প্রধান তিনটি চরিত্র নিবারণ, হরসুন্দরী ও শৈলবালা। ধারাবাহিকটিতে ইমরান, শাম্মী ও মৌ এই তিনটি চরিত্রের রূপ। এই তিনটি চরিত্রে দেখা যাবে আনিসুর রহমান মিলন, সোহানা সাবা ও আঁখিকে।

 


ঢাকা, ১৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ