Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভারতীয় চাণক্যের ভূমিকায় অজয়

প্রকাশিত: ১২ জুলাই ২০১৮, ০০:৫৩

শোবিজ লাইভ: প্রাচীন ভারতীয় পন্ডিত চাণক্যের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। নিরাজ পান্ডে পরিচালিত এই ছবিটি খ্রিস্টপূর্ব প্রাচীন ভারতীয় পন্ডিত, দার্শনিক এবং রাজউপদেষ্টা কোটিল্য বা বিষ্ণু গুপ্তের জীবন কাহিণী নিয়ে ছবিটি নির্মিত হবে। যিনি চাণক্য নামেই পরিচিত ছিলেন।

চাণক্য ভারতে মৌর্য বংশের প্রতিষ্ঠার পিছনে ভূমিকা রেখেছেন। তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন।শুধু তাই নয়, ভারতের রাজনীতি এবং অর্থনীতি বিস্তারের অগ্রদূতও ধরা হয় তাকে।

সম্প্রতি ছবিটিতে অভিনয় নিয়ে সামাজিক মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন অজয়। সেখানে তিনি লিখেছেন,'ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা প্রবর্তক চাণক্যের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি।'

এদিকে ছবিটি সম্পর্কে পরিচালক নিরজা পান্ডে এক বিবৃতিতে জানিয়েছেন,'চাণক্যকে নিয়ে স্ক্রিপ্ট তৈরির কাজ করছি। এটা আমার কাছে দারুন আনন্দের একটি বিষয়। আমি নিশ্চিত, দর্শকরা চাণক্য চরিত্রে অজয়ের অভিনয় পছন্দ করবে।'

ছবিতে অজয়ের অভিনয় নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, অজয়ও যে চাণক্য চরিত্রে অভিনয়ের জন্য উদগ্রীব হয়ে আছেন তা তার কথাতেও স্পষ্ট প্রকাশ পেয়েছে। তিনি বলেন,' চাণক্য চরিত্রে অভিনয়ের জন্য আমি খুবই আগ্রহী। আমি পরিচালক নিরজার কাজ এর আগেও খুব ভালোভাবে লক্ষ্য করেছি। আমি জানি তিনি পরিষ্কার ও সুন্দরভাবে গল্পটি উপস্থাপন করবেন।'

 

 

ঢাকা, ১১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ