Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাকিবের ভারত প্রীতি, মুখ ফিরেয়ে নিলেন নির্মাতারা

প্রকাশিত: ১ ডিসেম্বার ২০১৬, ২৩:০১

 



শোবিজ লাইভ: ঢালিউড কিং শাকিব খান। দেশিয় চলচ্চিত্রে প্রতিদ্বন্দ্বহীন এই অভিনেতা নাকি আজ কাল বলছে দেশে কোন গুণী নির্মাতা নেই! নেই কোন টেকনিশিয়ান। এতে ফুঁসে উঠেছে ঢালিউডের নির্মাতারা। শাকিবকে নিয়ে ছবি না বানাবেনা বলেতো ঘোষণাই দিয়েছেন জনপ্রিয় নির্মাতা বদিউল আলম খোকন।

এ পর্যন্ত নির্মাতা বদিউলের ২২টি চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সর্বশেষ ২০১৫ সালে পরিচালনায় ‘রাজা বাবু’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

শাকিবের প্রতি ক্ষোভ নিয়ে খোকন বলেন, শাকিব অনেক বদলে গেছে; সে অতীত ভুলে গেছে। এখন সে দেশের তুলনায় ভারতের ছবিকে বেশি প্রাধান্য দিচ্ছে। নানা অনুষ্ঠান, আড্ডায় শাকিব দেশের ইন্ডাস্ট্রি, কলাকুশলীদের হেয় করে কথা বলে। তার অনেক কথা কানে এসে লেগেছে তীরের মতো। যে ইন্ডাস্ট্রি শাকিবকে তৈরি করেছে সেই ইন্ডাস্ট্রি নিয়েই তার উল্টা পাল্টা বক্তব্য মেনে নেওয়া যায় না। শাকিবের মতে দেশের নাকি কোন ভাল কলাকুশলীই নেই!

বদরুল আলম খোকন বলেন, ২০০৮ সাল ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যমেই ঢাকাই সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিল সে। তার আগে কে চিনতো শাকিবকে? সবাই তাকে সাপোর্টিং হিরো হিসেবেই চিনতো। আর শাকিবের উত্থানের পেছনে সোহানুর রহমান সোহান, এফই মানিক, পি এ কাজলের মতো গুণী র্নিমাতারা অনেক অবদান রেখেছেন। সে এখানকার টেকনিশিয়ানদের জন্য শাকিব খান হেয় গুলশান-বনানীতে গাড়ি বাড়ি করেছে। আর আজকে তাদের সমালোচনা করে বলে ভারতের সবকিছুই বেশি ভাল। সে সবার সঙ্গে রাজা-বাদশাহ’র মতো আচরণ করে। সিনিয়ররা এইসব দেখে ব্যাথিত হন।

খোকন বলেন, ‘শাকিব খান বাংলাদেশের শীর্ষ নায়ক। সে শিল্পী সমিতির সভাপতিও। তার অনেক দায়িত্ব থাকে ইন্ডাস্ট্রি নিয়ে। কিন্তু সে কোনো নিয়ম নীতি না মেনে ভারতের ছবির নায়ক হচ্ছে। সেইসব ছবি বাংলাদেশে নিয়ে আসছে চোরাচালানের মতো। সে ইচ্ছে করলেই এইসব ছবিতে বাংলাদেশের টেকনিশিয়ানদের কাজ করার সুযোগ দিতে পারে, অন্যান্য কলাকুশলীদের কাজের ব্যবস্থা করতে পারে। কিন্তু সে তা করছে না। মান্না ভাই যদি থাকতেন আজকের এই দুর্দিনে তিনি অনেক কিছুই করার চেষ্টা করতেন। আর শাকিব কী করছে? নিজের স্বার্থ দেখে ভারতের ছবির এজেন্ট হয়ে গেছে। সে বেশি স্মার্ট হতে গিয়ে নিজের জন্ম, পরিচয় ভুলতে বসেছে। একের পর এক ঘটনা ঘটিয়ে ইন্ডাস্ট্রিকে অস্থির করছে। কেন জানি মনে হয়, শাকিবকে এই দেশের মানুষ ছুঁড়ে ফেলবে সেইদিন খুব কাছে চলে এসেছে। শাকিবের এখনো অনেক কিছু ভাবা উচিত। তার কাছে আমাদের চলচ্চিত্রের অনেক ঋণ জমে আছে।’

এদিকে শাকিবের একের পর এক বিতর্কীত কাজে ফুঁসে উঠেছে ঢালিউড পাড়া। সামলোচনার মুখে পড়েছে শাকিব। বিশেষ করে অপু বিশ্বাসের সাথে সম্পর্কের টানা পোড়ানো। বুবলির সঙ্গে প্রেমের গুণজনসহ নতুন অভিনেত্রীদের সঙ্গে খারাপ আচারণ। কেউ কেউ তো বলেই ফেলেছে আগামীতে শিল্পী সমিতির নির্বাচনে তাকে ভোট দিবেন না।


ঢাকা, ০১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ