Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইফা অ্যাওয়ার্ড পেলেন শ্রীদেবী, ইরফান

প্রকাশিত: ২৬ জুন ২০১৮, ২১:৪৭

শোবিজ লাইভ: ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ড পেলেন অভিনেত্রী শ্রীদেবী ও অভিনেতা ইরফান। ১৯তম আসরে থাইল্যান্ডে ব্যাংককের সিয়াম নিরামিত থিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, এবার ‘মম’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর হয়ে পুরস্কার গ্রহণ করেছেন তার স্বামী প্রযোজক বনি কাপুর।

‘হিন্দি মিডিয়াম’ ছবির সুবাদে সেরা অভিনেতা হয়েছেন ইরফান খান। নিউরোন্ডোক্রেইন টিউমারে আক্রান্ত হওয়ায় তিনি এখন লন্ডনে চিকিৎসাধীন আছেন। সেরা চলচ্চিত্র হয়েছে ‘তুমহারি সুলু’। ১০ বছর পর আবারও ব্যাংককে বসলো আইফার জমকালো আসর।অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন করণ জোহর ও রিতেশ দেশমুখ।

এক নজরে বিজয়ী তালিকা সেরা চলচ্চিত্র: তুমহারি সুলু সেরা অভিনেতা: ইরফান খান (হিন্দি মিডিয়াম) সেরা অভিনেত্রী: শ্রীদেবী (মম) সেরা পাশ্বর্-অভিনেতা: নওয়াজুদ্দিন সিদ্দিকি (মম) সেরা পাশ্বর্-অভিনেত্রী: মেহের ভিজ (সিক্রেট সুপারস্টার) সেরা পরিচালক: সকেত চৌধুরী (হিন্দি মিডিয়াম) সেরা গল্পকার: অমিত মাসুরকার (নিউটন) সেরা গায়ক: অরিজিৎ সিং (হাওয়াইয়ে, জব হ্যারি মেট সেজাল) সেরা গায়িকা: মেঘনা মিশ্র (ম্যায় কৌন হু, সিক্রেট সুপারস্টার) আজীবন সম্মাননা: অনুপম খের বষের্সরা স্টাইল আইকন: কৃতি স্যানন সেরা গীতিকার: মনোজ মুনতাসির (মেরে রাশকে কামার, বাদশাহো) নবাগত পরিচালক: কঙ্কনা সেন শমার্ (অ্যা ডেথ ইন দ্য গঞ্জ) সেরা সংগীত পরিচালনা: আমাল মালিক, তানিষ্ক বাগচি ও অখিল সাচদেবা (বাদ্রিনাথ কি দুলহানিয়া)

এছাড়াও সেরাদের তালিকায় রয়েছে, সেরা আবহ সংগীত: প্রীতম (জাগ্গা জাসুস) সেরা চিত্রনাট্য: নিতেশ তিওয়ারি, শ্রেয়াস জৈন (বেরেলি কি বরফি) সেরা সংলাপ রচয়িতা: হিতেশ কেওয়ালিয়া (শুভ মঙ্গল সাবধান) সেরা নৃত্য পরিচালক: বিজয় গাঙ্গুলি ও রুয়েল দৌসান বারিন্দানি (গালতি সে মিসটেক, জাগ্গা জাসুস) সেরা চিত্রগ্রাহক: মাসির্ন লাস্কাভিয়েচ (টাইগার জিন্দা হ্যায়) সেরা সম্পাদনা: শ্বেতা ভেঙ্কট ম্যাথু (নিউটন) সেরা শব্দসজ্জা: দিলীপ সুব্রমনিয়াম ও গনেশ গঙ্গাধারণ (টাইগার জিন্দা হ্যায়) সেরা স্পেশাল ইফেক্টস: জাগ্গা জাসুস

 

ঢাকা, ২৬ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ