Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভারতের যে জামাইরা বিদেশি, চলছে হইচই

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৬, ২৩:৩৬

 



শোবিজ লাইভ: ভারতীয় সেলিব্রেটিদের পিছু ছাড়ে না বিতর্ক। হোক সে খেলোয়ার কিংবা শোবিজ পড়ার লোক। তেমনি একটি বিতর্কীত বিষয় নিয়ে আজ লিখবো। তবে সেই বিতর্কগুলো উপভোগ করে ভারতীয়রা। শোবিজ পাড়ার অনেক নায়ক-নায়িকারা বিয়ে করেছেন দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে। যা নিয়ে অনেক বিতর্ক থাকলেও তবে উপভোগও করেন অনেক ভারতীয়। এবার আমরা জানবো কোন কোন তারকারা বিয়ে করেছেন বিদেশীকে-



সানিয়া মির্জা-শোয়েব মালিক

সীমান্ত-বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাক ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিয়ে নিয়ে। দু'দেশের অনেকেই এই বিয়ে নিয়ে সমালোচনা করেছেন। কেউ বলেছেন সানিয়া নাকি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আবার শোয়েব ভারতের জামাই হলেন বলে নিজের টিম’কে বেশি পাত্তা দেবেন না।

লিজা হেডন-ডিনো লালবাণী
গত অক্টোবরেই বিয়ে করলেন লিজা। গোয়ার মনোরম উপকূলে স্নিগ্ধ সাজে আর স্পার্কলিং শ্যাম্পেনে বিয়ের উৎসব খবরের যোগ্য হয়েছিল তো বটেই! কিন্তু লিজার বিয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হল, তাঁর বর পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী গুল্লু লালবাণীর ছেলে।

বিয়ের আগে লিজা সেটা ঘোষণাও করেছিলেন ইনস্টাগ্রামে, তখনও প্রেমিক ডিনোর সঙ্গে ছবি দিয়ে। যার ক্যাপশন ছিল ‘গনা ম্যারি হিম’! তবে লিজার বিয়ে উরি আক্রমণের খুব বেশি পরের ঘটনা নয়। স্বাভাবিকভাবেই পাক-বিরোধী ভারতীয়রা সহজভাবে নেননি এই বিয়ে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা লিজাকেও ছেড়ে কথা বলেননি। লিজা অবশ্য পাত্তা দেননি। সুখে সংসার করছেন আপাতত।



প্রীতি জিন্তা-জিন গুডএনাফ
লস এঞ্জেলেসে এই বছরই বিয়েটা সারলেন প্রীতি জিন্টা। জিন গুডএনাফের সঙ্গে। বিয়েতে অবশ্য সে রকম হেভিওয়েট কেউ ছিলেন না, কারণ বিয়ের কথা আলাদা করে জানান দেননি প্রীতি। নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্কটা ভেঙে যাওয়ার পর এবং পরবর্তী নানা বিতর্কের কারণে হয়তো নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আপাতত প্রীতি ফের লস এঞ্জেলেসে থাকেন।

নন্দনা সেন-জন ম্যাকিনসন
পেঙ্গুইন র‌্যান্ডম হাউসের চেয়ারম্যান জন ম্যাকিনসন’কে ২০১৩ সালে বিয়ে করেন নন্দনা। তাঁর বাবা অমর্ত্য সেনের সঙ্গে জনের চেনা-পরিচিতি বহুদিন। সেই সূত্রেই নন্দনার সঙ্গে তাঁর আলাপ। তবে নন্দনার বিয়ে নিয়ে তেমন সাড়া পড়েনি মি়ডিয়ায়। তিনি বেশ চুপিসারেই বিয়েটা সারেন। তা-ও দেশের বাইরে, নিউ ইয়র্কে। তার আগে নন্দনা ডেট করছিলেন মধু মন্টেনা’কে। যিনি এখন ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তাকে বিয়ে করেছেন। ঘটনাচক্রে মাসাবা’র বাবা-মা ভিভ রিচার্ডস এবং নিনা গুপ্তার প্রেমও সীমান্তের পরোয়া না করে। যদিও বিয়ে পর্যন্ত এগোয়নি ব্যাপারটা।

মিলিন্দ সোমন-মিলিন ইয়াম্পানোয়া
এঁদের দু’জনের সম্পর্ক নিয়ে প্রচুর চর্চা হয়েছিল এক সময়। মিলিন্দ প্রেমে পড়েন মিলিনের। তাঁরা একসঙ্গে মডেলিং করতেন। ফলে চিনতেন পরস্পরকে। তখন অবশ্য মিলিন্দের সঙ্গে সম্পর্ক ছিল মধু সাপ্রে’র। তারপর ২০০৬ সালে ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ বলে একটি ছবি করেন মিলিন্দ এবং মিলিন। সেখানেই মিলিন্দ বোঝেন, ভালই প্রেমে পড়েছেন! মিলিন আধা-ফরাসি, আধা-চাইনিজ। বিয়েটা পরিণতি পেতে বেশি দেরি হয়নি। তবে সংসারটা বেশিদিন করতে পারেননি দু’জন। তিন বছরের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সে-ও প্রায় অনেকদিন হল। তবে মিলিন্দ তারপর আর প্রকাশ্যে কোনও সম্পর্কে জড়াননি। বিয়েও করেননি!



সেলিনা জেটলি-পিটার হাগ
মিস ইন্ডিয়া হয়েছিলেন বটে ২০০১ সালে। কিন্তু বলিউডে কোনওদিন সুপারস্টার ছিলেন না সেলিনা। তাঁর ফিল্ম কেরিয়ারও তেমন মসৃণ হয়নি মুম্বই ইন্ডাস্ট্রিতে। বলিউডে সময় নষ্ট না করে ২০১১ সালে বিয়েটা সেরে ফেলেন সেলিনা। দুবাই-নিবাসী অস্ট্রিয়ান ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে। তারপর থেকে সোশ্যাল ওয়ার্ক এবং নিজের চ্যারিটি শো আর মডেলিং নিয়েই থাকেন সেলিনা। যমজ সন্তান নিয়ে সুখেই আছেন তিনি।



মাধুরী দীক্ষিত-শ্রীরাম নেনে
এখন অবশ্য দু’জনেই দেশে ফিরে এসেছেন। তবে ১৯৯৯ সালে যখন নিজের বিয়ের কথা ঘোষণা করেছিলেন মাধুরী দীক্ষিত, লাখ লাখ ভারতীয় ভগ্নহৃদয়ে দিনটা কাটিয়েছিলেন ঠিকই! প্রবাসী ভারতীয় সার্জেন শ্রীরাম নেনে’কে বিয়ে করেন মাধুরী। তারপর পাড়ি দেন লস এঞ্জেলেসে। দীর্ঘ সময় পর্যন্ত পরদায় দেখাই যায়নি মাধুরীকে আর। তখন মন দিয়ে সংসারটাই করছিলেন। দুই ছেলেও হয়, ব্যস্ত ছিলেন তাদের বড়় করা নিয়ে। এখন অবশ্য পুরোদস্তুর বলি‌উডি তিনি! পরিবার সমেতই ফিরে এসেছেন দেশে।

ঢাকা, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ