Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

“পরীর দেশে” নাটকের শুটিং শেষ

প্রকাশিত: ২৬ মে ২০১৮, ২৩:২৭

শোবিজ লাইভ: শেষ হয়েছে বাংলাদেশ টেলিভিশনের পরীর দেশে নাটকের শুটিং। দেশের অন্যতম শিশু কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর শিশু শিল্পীদের অভিনীত পরীর দেশে নাটকে উঠে এসেছে কল্পনার জগৎ।

শহর জীবনের বাধা ধরা রুটিংএ বন্ধী সাজু, কল্পনায় রূপ কথার পরীর দেশে চলে যায়। সেখান থেকে সে জানতে পারে পরীর দেশের থেকেও আমাদের দেশ অনেক সুন্দর। দেশপ্রেম ও মূল্যবোধের বিভিন্ন রূপ যথাযথ ভাবে শিল্পীরা অভিনয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে সক্ষম হয় এ নাটকে। রাহুল রাজ এর রচনা ও নাঈম ইসলামের নির্দেশনায় পরীর দেশে নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে আগামী ৭ জুন।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, জেনিষা, অন্তর, হৃদয়, শরিফ, পারিষা, সজীব, রাসেল, প্লাবন সাহা, প্রিয়াঙ্কা, রিফাত, আশিক, সকাল, জাকিরসহ আরো অনেকে।

পরীর দেশে নাটকের একটি দৃশ্য

 

উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১২ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

পরীর দেশে নাটকের আরেকটি দৃশ্য

 

 

ঢাকা, ২৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ