Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

“এ ডিফারেন্ট রোমিও এন্ড জুলিয়েট”

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৮, ০১:৪৩

শোবিজ লাইভ: শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশী শিল্পীদের থিয়েটারে অভিনীত “এ ডিফারেন্ট রোমিও এন্ড জুলিয়েট” চিত্রধারণ করে ঢাকা থিয়েটারের সঙ্গে যৌথ উদ্যেগে প্রদর্শনের ব্যবস্থা করেছে ব্রিটিশ কাউন্সিল। যুক্তরাজ্যের গ্রায়েফ থিয়েটার ও ঢাকা থিয়েটারের সঙ্গে মেলবন্ধনে ব্রিটিশ কাউন্সিলের তিন বছরের এই প্রকল্পের লক্ষ্য ছিলো উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানানো।

সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা ১৭০ জন শারীরিক প্রতিবন্ধী থেকে ১৬ জন শিল্পীকে বাছাই করে এই নাটকে অভিনয় করানো হয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরা এসেছেন সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি-বাংলাদেশ), বাংলাদেশ রুরাল এডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) এবং বাংলাদেশ রিফর্ম ইনিশিয়েটিভস ফর ডেভেলপমেন্ট, গভর্ন্যান্স এন্ড ইম্পাওয়ারমেন্ট (ব্রিজ) ও গ্র্যাম থিয়েটারের মত প্রতিষ্ঠান থেকে।

মঞ্চ নাটকটি পরিচালনা করেছেন ২০১২ সালের লন্ডন প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের শৈল্পিক পরিচালক জেনি সিলে এবং প্রযোজনা করেছেন ঢাকা থিয়েটারের বিখ্যাত নাট্য নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

সাংস্কৃতিক সংস্থা হিসেবে যুক্তরাজ্যের ব্রিটিশ কাউন্সিল সংস্কৃতি ও শিল্পের মাধ্যমে ভিন্ন সংস্কৃতির জাতিগুলোর মাঝে বোঝাপড়ার বিষয়গুলোর উন্নয়ন নিয়ে কাজ করে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে ভিন্নধর্মী মঞ্চনাটক ‘এ ডিফারেন্ট রোমিও এন্ড জুলিয়েট’ উপযুক্ত একটি সাংস্কৃতিক উপকরণ।

এতে করে এ জনগোষ্ঠী নিজেদের জীবনকে সঠিকভাবে অনুধাবন করার সুযোগ পাবে সামাজিক মূল্যায়ন প্রতিষ্ঠিত হবে। সাংস্কৃতিক কর্মকান্ডের অংশ হিসেবে বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহরে ‘এ ডিফারেন্ট রোমিও এন্ড জুলিয়েট’ প্রদর্শন করবে, যাতে করে মিশ্র সংস্কৃতি সম্পর্কিত সংলাপ, সৃজনশীল ও সমষ্টিগত সমস্যা সমাধান এবং ধারণাশক্তির টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

জাতীয় গণ গ্রন্থাগার (পাবলিক লাইব্রেরী)-এর সঙ্গে অংশীদারিত্বে গিয়ে মঞ্চনাটকটির ক্রিনিং বা প্রদর্শনীর আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল।

প্রদর্শনীর সময়সূচী নিম্নরুপ:


২৮ মার্চ: চট্টগ্রাম (থিয়েটার ইন্সিটিটিউট, কেসি দে রোড)
১২ এপ্রিল, খুলনা (খুলনা গণ গ্রন্থাগার)
২১ এপ্রিল, বরিশাল (বরিশাল বিভাগীয় গণ গ্রন্থাগার)
২৮ এপ্রিল, কক্সবাজার (কক্সবাজার সরকারি বিভাগীয় গ্রন্থাগার)
১২ মে, সিলেট (বিভাগীয় সরকারি গণ গ্রন্থাগার)


ঢাকা, ২৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ