Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ম্যাসেঞ্জারে তরুণীর সঙ্গে গাজী রাকায়াতের আপত্তিকর কথন!

প্রকাশিত: ২০ মার্চ ২০১৮, ০৭:৪২

শোবিজ লাইভ : এবার নাট্য পরিচালক সংগঠনের সভাপতি জনপ্রিয় অভিনেতা গাজী রাকায়েতের বিরুদ্ধে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এক তরুণী ম্যাসেঞ্জারে গাজী রাকায়াতের আপত্তিকর কথোপকথন ফাঁস করে দিয়েছেন। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে। ম্যাসেঞ্জারের কথপোকথনের স্ক্রিন শট একটি ক্লোজ গ্রুপে প্রকাশ করে দিয়েছেন তিনি।

তবে গাজী রাকায়েতও তার ম্যাসেঞ্জার থেকে সেসব কথোপকথনের কথা স্বীকার করলেও সেটি নিজে করেননি বলে দাবি করেছেন। অভিযোগকারী ওই তরুণী বলেন, গত কয়েক দিন আগে একদিন মধ্যরাতে ম্যাসেঞ্জারে তাকে নক করেন রাকায়েত। বছরখানেক আগে রাকায়েতই তাকে খুঁজে বের করে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান।

ভুক্তভোগী ওই তরুণী বলেন, রাকায়েত নিজে জেনে-বুঝেই তার নিজস্ব আইডি থেকে কুপ্রস্তাব দিয়েছেন। এখন একবার বলছেন যে, তার আইডি হ্যাক হয়েছে তো আবার বলছেন তার ম্যাসেঞ্জার ঘনিষ্ঠ একাধিকজন ব্যবহার করতো।
রাকায়েতের সঙ্গে ওই নারীর কথপোকথন ছিল এমন :

রাকায়েত : আমি জোর করছি না।
ভুক্তভোগী : কোন ব্যাপারে জোর?
রাকায়েত : না ওটা আমি করি না।
ভুক্তভোগী : কোনটা
রাকায়েত : পান করা। এটা রাতের মাতলামি বলতে পারো
ভুক্তভোগী : ও ভালোতো স্বাস্থ্যের জন্য
রাকায়েত : আমাকে তো চেন
ভুক্তভোগী : অবশ্যই আপনারা আমাদের আইডল
রাকায়েত : আস্থা রাখা যায়
ভুক্তভোগী : কোন ব্যাপারে আস্থা

কথোপোকথনের আরেকটি অংশে আছে
ভুক্তভোগী : নক করছেন, fine
রাকায়েত : একটা আকর্ষণ থেকে
ভুক্তভোগী : free হবার বিষয়টা বোধগম্য হলো না
রাকায়েত : তবে দুঃখ দিয়ে নয়
ভুক্তভোগী : আকর্ষিত হবার কিছু নেই
রাকায়েত : কিছু নেই?
ভুক্তভোগী : বরং আপনার কথাগুলো কেমন এলোমেলো লাগছে
রাকায়েত : রাত বলে হয়তো
ভুক্তভোগী : রাত বলে এলোমেলো হবে কেন কিছু পার (পান) করেছেন?
রাকায়েত : জোর করতে চাই না
ভুক্তভোগী : কোন ব্যাপারে জোর

আরেক অংশে আছে
রাকায়েত : জেগে আছিতো, (ওই নারীর নাম সম্বোধন করে) আজ রাতটা আমার সাথে ফ্রী হও না?
ভুক্তভোগী : যেমন
রাকায়েত : ধারণা কর
ভুক্তভোগী : স্যরি, কুঝতে পারছি না
রাকায়েত : Messenger এ যা খুশী করি
ভুক্তভোগী : দু:খিত, আমি এখনও বুঝতে পারছি না
রাকায়েত : Hurt হয়ো না
ভুক্তভোগী : দুঃখ পাওয়ার মতো কিছু হলে দুঃখ তো পাবোই
রাকায়েত : আমি তো একটা মেয়েকে নক করছি
কথোপকথনের আরেক অংশে ছিল...
রাকায়েত : আমরা প্রবৃত্তির বাইরে কেউ না
ভুক্তভোগী : এখন কি করতে হবে শুনি?
রাকায়েত : কস্ট পেয় না
ভুক্তভোগী : কষ্ট কেন পাবো?
রাকায়েত : ঐযে বললাম Messenger এ যা খুশী করি
ভুক্তভোগী : কি করবেন শুনি এত রাতে হঠাত কি করতে মন চাইলো?
রাকায়েত : তোমার সাথে ফ্রি হয়ে কথা বলবো
ভুক্তভোগী : বলেন দেখি কি এমন কথা

(প্রকাশযোগ্য নয়)
রাকায়েত : হু
ভুক্তভোগী : তাও আবার অপরিচিতা কাউকে
রাকায়েত : অপরিচিতা কেন
ভুক্তভোগী : যাক নাট্যপাড়ার যে বদনাম শুনি তাহলে সেটা মিথ্যা না প্রমাণ আগেও
পেয়েছি

একদিন সকালের কথপোকথন...
রাকায়েত : হঠাত ঘুম ভেঙ্গে একটা জিনিস দেখতে ইচ্ছা হয়েছিল
ভুক্তভোগী : কি
রাকায়েত : অভয় দিলে বলি
ভুক্তভোগী : জি সিউর
রাকায়েত : সত্যি বলছি আমিও মানুষ
ভুক্তভোগী : হুম তো
রাকায়েত : (প্রকাশযোগ্য নয়) হা হা হা
ভুক্তভোগী : এজন্য আমাকে নক করছেন আফসোস
রাকায়েত : না
ভুক্তভোগী : ভুল জায়গায় নক করেছেন

গাজী রাকায়েত সাংবাদিকদের জানান, তার ম্যাসেঞ্জারের পাসওয়ার্ড তার ছাত্র ও পরিচিতজনসহ ৫/৬ জনের কাছে ছিল। তারা কেউ এ কাজ করেছে বলে তার দাবি। কে করেছে তা প্রায় চিহ্নিত হয়েছে। আমি নাম বলতে চাই না।

ঢাকা, ২০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ