Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবি বনাম বুয়েট : সাইন্সের মেয়ে, আর্টসের ছেলের প্রেম!

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৮, ০৭:৩৬

শোবিজ লাইভ : যুদ্ধটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বনাম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রীর। দুজনই এইচএসসিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রাইভেট পড়ান। সেখান থেকেই তাদের পরিচয়। এর সূত্র ধরেই শুরু হয় ভালো লাগা, ভালোবাসার যুদ্ধ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংশু আর বুয়েটের ছাত্রী লামিয়া। তারা রুশনার প্রাইভেট টিউটর। রুশনা কলেজের ছাত্রী। ফাঁকিবাজ আর আদুরে। অংশু ইংরেজি আর লামিয়া তাকে সায়েন্সের বিষয় পড়ান। প্রতিদিন লামিয়ার পড়ানো শেষ হলে অংশু পড়াতে আসেন। দুয়েদিন এই দুজনের দেখা আর টুকটাক কথা হয়েছে। লামিয়া একদম সাজগোজ পছন্দ করেনা। সে বেশ স্ট্রিক্ট, ক্যারিয়ারিস্ট আর খুব কম কথা বলে। আর্টসের ছাত্র অংশুর মনে হয়, লামিয়া তাকে খুব একটা পাত্তা দেয়না। আবার লামিয়ার বেতনও বেশি। এগুলো অংশুকে হিট করে। অংশু নিজেও ইন্টারমিডিয়টে পর্যন্ত সায়েন্সেরই ভাল ছাত্র ছিল। কিন্তু ইংরেজি সাহিত্যে পড়ার ইচ্ছা থেকেই ইংরেজি ডিপার্টমেন্টে পড়ছে। লামিয়ার চেয়ে অংশুর সাথেই বেশি ফ্রি ছাত্রী রুশনা।

একদিন একটা বিষয় লামিয়া ওই ছাত্রীকে ভাল বোঝাতে পারেনি। বিষয়টি রুশনা লামিয়াকে না বলে ইংরেজি টিচার অংশুকে জানায় এবং অংশু সাইন্সের বিষয়টি তাকে সহজেই বুঝিয়ে দেয়। বিষয়টি পরে লামিয়া জানতে পারে এবং এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। লামিয়ার কুটচালে একদিন রুশনার বাবা-মা অংশুকে হাউজ টিউটর থেকে বিদায় করে দেয়। একমাত্র টিউশন হারিয়ে অংশু বেশ অর্থকষ্টে পরে।

এদিকে ছাত্রী রুশনার লেখাপড়ার প্রতি আস্তে আস্তে মনযোগ কমিয়ে দেয় এবং রেজাল্ট খারাপ করতে থাকে। লামিয়া ওই ছাত্রীকে বোঝাতে ব্যর্থ হয়ে অংশুকে ফোন করে অনুরোধ করে যে সে যেন রুশনাকে এসে একটু বোঝায়।

অংশু এসে রুশনাকে বোঝায়। রুশনা অংশুর কথা মানে এবং লেখাপড়ায় মনযোগী হয়ে একদিন ডিফেন্সের পরীক্ষা দেয় এবং প্রাথমিক স্টেজে পাশও করে। এতে লামিয়া অংশুর প্রতি খুশি হয়। অংশুকে একটু একটু মিস করতে থাকে। এদিকে লামিয়াকে অংশু পছন্দ করলেও সে জানতো যে লামিয়ার সাথে বুয়েটেরই এক বড় ভাইয়ের পারিবারিকভাবে বিয়ে ঠিক করে রাখা হয়েছে। কিন্তু মনের কথা জানাতে একদিন অংশু সাহস করে চলে যায় লামিয়ার বাড়ি। অংশু তাকে সরাসরি নিজের মনের কথা বলে। অংশুর এমন অকপট কথা খুব পছন্দ হয় লামিয়ার এভাবেই এগিয়ে যায় গল্প।

১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে এটিএন বাংলায় রাত ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘সাইন্সের মেয়ে আর্টসের ছেলে’। ওই টেলিফিল্মের গল্পটাই বলছিলাম।

সৈয়দ জিয়া উদ্দিনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, জনি প্রমুখ। টেলিফিল্মটি মূলত সাইন্সের ছাত্রী এবং আর্টসের ছাত্রের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প নিয়ে তৈরি।

ঢাকা, ১২ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ