Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইন্টারনেটে ফাঁস হলো "পদ্মাবত"

প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০১৮, ০১:৫১

শোবিজ লাইভ: ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না পদ্মাবতের। পদ্মাবতের বিরুদ্ধে আদাজল খেয়ে লেগেছিল কারণী সেনাদের আন্দোলন, ভাংচুর, বেশ কয়েকটি স্কুলবাসে হামলা, কয়েকটি রাজ্যে পদ্মাবত মুক্তিতে নিষেধাজ্ঞাও হয়েছে। এত সব ঘটনা সত্ত্বেও অবশেষে গত ২৫শে জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি। তবে বক্স অফিসে ঝড় তোলা এ সিনেমাটি ইন্টারনেটে ফাঁস করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সিনেমাটির পাইরেটেড কপি ইন্টারনেটে ফাঁস হওয়ার ফলে ব্যবসায়িক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে সিনেমাটি। মাদ্রাজ হাইকোর্ট থেকে পাইরেসি বন্ধের ব্যাপারে আদেশ থাকা সত্ত্বেও সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে গেছে। গতকাল ছবিটির সহ-প্রযোজক এ নিয়ে মুম্বাই, দিল্লি এবং চণ্ডিগড়ের সাইবার অপরাধ বিভাগে অভিযোগ দায়ের করেছেন। আর সাইবার সেল ইতোমধ্যে কিছু আইপি অ্যাড্রেসও ব্লক করে দিয়েছে।

জানা গেছে, প্রথম শো প্রদর্শিত হওয়ার পরই একটি ফেসবুক পেজে এই পদ্মাবত লাইভ প্রদর্শন হয়। মুহূর্তের মধ্যে এই ভিডিও কয়েক হাজার বার দেখা হয়। পাশাপাশি অনেকে লাইক এবং শেয়ারও করে এটি। যদিও সেই ভিডিওর কোয়ালিটি ততোটা ভালো নয়। তবে এর বিরুদ্ধে নির্মাতারা এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি৷ অবশ্য জনসাধারণের মধ্যেও অনেকে এর বিরোধিতা করেন৷ তবে এই ভিডিও উঠিয়েও নেওয়া হয বেশ কিছুক্ষণ পরে।


ঢাকা, ১ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ