Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভোটারদের হোটেলে আটকে রাখার অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

প্রকাশিত: ১৭ অক্টোবার ২০২২, ০১:১১

ফাইল ছবি

বরগুনা লাইভ: জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের আটকে রাখার অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। বরগুনা জেলা পরিষদ সদস্য প্রার্থীর নাম আবুল বাশার নয়ন মৃধা। তিনি আমতলী উপজেলা থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

জানা যায়, জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের আমতলী শহরের হোটেলে ও এক ইউপি চেয়ারম্যানের বাসভবনে আটকে রাখা হয়েছে।

সদস্য প্রার্থী আহুরুজ্জামান আলমাস খান অভিযোগ করে বলেন, পরাজয় নিশ্চিত জেনে নয়ন মৃধা ভোটারদের ডেকে এনে বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে দলে টানতে ব্যর্থ হয়। এ কারণে তাদের বিভিন্ন জায়গায় আটকে রেখেছেন। এ ব্যাপারে তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এমন অভিযোগ অস্বীকার করেন আবুল বাশার নয়ন মৃধা। তিনি বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। কোন হোটেলে কারা আছে তা আমার জানা নেই। আমার প্রতিদ্বন্দ্বীরা এমন গুজব রটিয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এবং সত্যতা মিললে এর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা, ১৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ